আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের ৫০ কেজি বিভাগে প্রি–কোয়ার্টার থেকেই বিদায় নিয়েছেন বক্সার নিখাত জারিন। চীনের উ ইয়ুয়ের কাছে হারেন তিনি। তাও আবার ০–৫ ব্যবধানে। পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন নিখাত। হারের পর নিখাত জানিয়েছেন, ‘কথা দিচ্ছি ফিরে আসব।’
হারের পর জানা গেছে, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত দু’দিন নাকি কিছু খাননি। এমনকী জলও নাকি খাননি। খালি পেটে শুয়েছেন। ম্যাচের আগের দিন বিনিদ্র রাত কাটিয়েছেন। শুধু ম্যাচ নিয়েই ভেবে গেছেন। হারের পর কোচকেই বলেছিলেন, ‘একটু জল খেতে পারি।’
তারপরই জানিয়েছেন, ‘দুঃখিত দেশকে পদক দিতে পারলাম না। এই জায়গায় এসেছি প্রচুর ত্যাগ স্বীকার করে। শারীরিক ও মানসিকভাবে নিজেকে তৈরি করেছিলাম।’ নিখাত আরও বলেছেন, ‘গত দু’দিন ধরে কিছু খাইনি। ওজন ঠিক রাখার জন্যই এই সিদ্ধান্ত। এমনকী জলও না। শুধু ট্রেনিংয়ের পর একটু জল খেতাম।’ নিখাত বলেছেন, ‘জিতে গেলে কেউ কিছু বলত না। কিন্তু হারের পর এই কথা শুনে অনেকেই বলতে পারে অজুহাত দিচ্ছি।’
আপাতত পরিবারের সঙ্গে ছুটি কাটাবেন নিখাত। তারপর ফিরবেন অলিম্পিক রিংয়ে।
হারের পর জানা গেছে, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত দু’দিন নাকি কিছু খাননি। এমনকী জলও নাকি খাননি। খালি পেটে শুয়েছেন। ম্যাচের আগের দিন বিনিদ্র রাত কাটিয়েছেন। শুধু ম্যাচ নিয়েই ভেবে গেছেন। হারের পর কোচকেই বলেছিলেন, ‘একটু জল খেতে পারি।’
তারপরই জানিয়েছেন, ‘দুঃখিত দেশকে পদক দিতে পারলাম না। এই জায়গায় এসেছি প্রচুর ত্যাগ স্বীকার করে। শারীরিক ও মানসিকভাবে নিজেকে তৈরি করেছিলাম।’ নিখাত আরও বলেছেন, ‘গত দু’দিন ধরে কিছু খাইনি। ওজন ঠিক রাখার জন্যই এই সিদ্ধান্ত। এমনকী জলও না। শুধু ট্রেনিংয়ের পর একটু জল খেতাম।’ নিখাত বলেছেন, ‘জিতে গেলে কেউ কিছু বলত না। কিন্তু হারের পর এই কথা শুনে অনেকেই বলতে পারে অজুহাত দিচ্ছি।’
আপাতত পরিবারের সঙ্গে ছুটি কাটাবেন নিখাত। তারপর ফিরবেন অলিম্পিক রিংয়ে।
