আজকাল ওয়েবডেস্ক: চোটের লাল চোখ দেখে ফের এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন আল হিলালের তারকা ফুটবলার নেইমার।
চোট সারিয়ে এক বছর পরে মাঠে ফিরেছিলেন। কিন্তু সেই চোট বড় বালাই। হ্যামস্ট্রিং ছিঁড়েছে নেইমারের। ৪-৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আল হিলালের তরফে ব্রাজিলীয় ম্যাজিসিয়ান সম্পর্কে এমন তথ্যই জানানো হয়েছে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব এস্তেঘলালের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন ব্রাজিলীয় তারকা। খেলার বয়স তখন ৫৮ মিনিট। কিন্তু চোট পেয়ে ৮৬ মিনিটেই মাঠ ছাড়েন নেইমার।
সোমবার চোট পেয়ে মাঠ ছাড়ার পর ইনস্টাগ্রামে আল হিলালের ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, ‘আশা করি, গুরুতর কিছু নয়। এক বছর বাইরে থাকার পর এমন হওয়াই স্বাভাবিক। চিকিৎসকরা এর মধ্যেই বিষয়টি নিয়ে আমাকে সতর্ক করেছেন। সতর্ক ভাবে আরও বেশি সময় আমাকে খেলতে হবে।'' নেইমারের আশা পূরণ হল না।
???????????? Neymar has suffered a tear in his hamstring and he will be out for 4-6 weeks, Al Hilal confirms. pic.twitter.com/ivZDOSnWZY
— Fabrizio Romano (@FabrizioRomano)Tweet by @FabrizioRomano
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপের যোগ্যতা পর্বে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। পিএসজি ছেড়ে আল হিলালের হয়ে সাতটি ম্যাচ খেলেন তিনি। সেই নেইমার ফের চোটের কবলে পড়ে মাঠের বাইরে চলে গেলেন এক মাসের জন্য।
নেইমার চিন্তা বাড়াচ্ছেন আল হিলালের। তাঁকে নিয়ে চিন্তা বাড়ছে জাতীয় দলেরও।
