আজকাল ওয়েবডেস্ক: ৩৬৯ দিন পর মাঠে ফিরলেন নেইমার। ব্রাজিলিয়ান জাদুকরকে কবে বল পায়ে মাঠে দেখা যাবে, তা নিয়ে কৌতূহল ছিল ভক্তদের। অবশেষে নেইমার মাঠে নামায় তাঁর ভক্তরা স্বস্তিতে। 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে আল আইনের বিরুদ্ধে ম্যাচ ছিল আল হিলালের। ৭৭ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ। আল হিলালের মিডফিল্ডার নাসের আল-দাওসারির পরিবর্ত হিসেবে নামেন নেইমার। 

নেইমারের প্রত্যাবর্তনের রাতে আল হিলাল ৫-৪ গোলে হারাল আল আইনকে।  নেইমার নিজেও জাল কাঁপাতে পারতেন। অ্যাডেড টাইমে গোল করার সুযোগ এসে গিয়েছিল তাঁর কাছে। কিন্তু সেই যাত্রায় সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি ব্রাজিলীয় তারকা। 

নেইমারের মাঠে নামার মুহূর্তে গ্যালারিতে ছিলেন নেইমারের  প্রেমিকা বিয়ানকার্দি। তাঁর কোলে ছিল মেয়ে। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 

?ref_src=twsrc%5Etfw">October 21, 2024

 

গত বছরের ১৮ অক্টোবর বিশ্বকাপের বাছাই পর্বে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান নেইমার।  অস্ত্রোপচারের পর রিহ্যাব চলে।  চোট সারিয়ে অবশেষে ফুটবলে ফিরলেন নেইমার। এই ফুটবলই তো তাঁর পৃথিবী। এর জন্যই তাঁর বিশ্বজোড়া খ্যাতি।   

আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। অন্য দিকে আল আইনের হয়ে হ্যাটট্রিক করেন সুফিয়ান রাহিমি।