আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ ইতিমধ্যেই হেরে গিয়েছে নিউজিল্যান্ড। ভারত প্রথম তিনটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে।
এদিকে, টি–২০ সিরিজ হারের পরেই দুই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচের আগে পেসার ক্রিশ্চিয়ান ক্লার্ক ও ওপেনার টিম রবিনসনকে বাদ দেওয়া হয়েছে। এই সিরিজেই নিউজিল্যান্ডের টি–২০ দলে অভিষেক হয়েছে ক্লার্কের। কিন্তু মাত্র একটি ম্যাচ খেলেই তাঁর সিরিজ শেষ হয়ে গেল।
নাগপুরে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেছিলেন ক্লার্ক ও রবিনসন। ক্লার্ক চার ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। রবিনসন ১৫ বলে ২১ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তাঁদের পরিবর্তে ম্যাট হেনরি ও টিম সেইফার্টকে প্রথম একাদশে নেওয়া হয়েছিল। তৃতীয় ম্যাচেও তাঁরাই খেলেছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতের বিরুদ্ধে টি–২০ সিরিজের দল থেকে ক্রিশ্চিয়ান ক্লার্ক ও টিম রবিনসনকে ছেড়ে দেওয়া হয়েছে। বদলে জিমি নিশাম, লকি ফার্গুসন ও টিম সেইফার্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিন অ্যালেনও।’
বিগ ব্যাশ লিগে খেলার কারণে ভারতের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি অ্যালেন। পারথ স্কর্চার্সের হয়ে ৪৬৬ রান করেছেন তিনি, যা প্রতিযোগিতায় সর্বাধিক। দলকে চ্যাম্পিয়ন করে ভারতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বুধবার ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম একাদশে দেখা যাবে এই উইকেটরক্ষক ব্যাটারকে।
এটা ঘটনা, ভারতের সঙ্গে এই সিরিজের পরেই টি–২০ বিশ্বকাপে নামবে নিউজিল্যান্ড। সেই জন্য যে ক্রিকেটাররা এখনও বিশ্বকাপের দলে যোগ দেননি, তাঁরা ধীরে ধীরে যোগ দিতে শুরু করেছেন। অ্যালেন ও সেইফার্ট না থাকায় রবিনসনকে সুযোগ দেওয়া হয়েছিল। তেমনই হেনরি না খেলায় সুযোগ পেয়েছিলেন ক্লার্ক। কিন্তু বিশ্বকাপের মূল দলে তাঁরা নেই। সেই কারণে তাঁদের দল থেকে ছেড়ে দেওয়া হল।
