জানুয়ারির শেষলগ্নে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। শেষ সপ্তাহের মাঝামাঝি সময়ে রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। চড়া রোদে উধাও শীতের আমেজ।
2
6
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
3
6
এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল কল্যাণীতে, ১২ ডিগ্রি সেলসিয়াস।
4
6
আগামী সাতদিনে উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
5
6
হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
6
6
বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।