আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। পাকিস্তান তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। বিশ্বকাপ বয়কটের ডাক দিচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে পড়েছেন। জানিয়েছেন, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করবে কিনা জানানো হবে। 

এই প্রেক্ষিতে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। তিনি পাকিস্তানের এহেন পদক্ষেপ মেনে নিতে পারছেন না। 

'সুলতান অফ সুইং' বলছেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে কেন পাকিস্তান? বাংলাদেশ খেলবে না বলে? পাক ক্রিকেটের জন্য বাংলাদেশ কী করছে? এর মধ্যে আমি কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। পাকিস্তান নিজেদের ক্রিকেটের দিকেই নজর দিক। নিজেদের খেলায় মন দাও। বিশ্বকাপ জেতার চেষ্টা করুক পাকিস্তান।'' 

পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে তাহলে আইসিসি-র খাঁড়া নেমে আসতে পারে। এই আবহে পাকিস্তান বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে। 

এদিকে পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তাহলে কী হবে? প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলি বলেছেন, পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে তাহলে সম্প্রচারকারীরা বিরাট ক্ষতির মুখে পড়বে। পাকিস্তান না খেললে গোটা টুর্নামেন্ট হয়ে পড়বে বেরঙিন। তখন বিশ্বকাপ তার কৌলিন্য হারাবে। 

বাংলাদেশ বিশ্বকাপে নেই। ভারতের মাটিতে তারা আসতে চায়নি। ফলে আইসিসি-র রোষানলে পড়তে পারে। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বলছেন, ''বাংলাদেশ বিশ্বকাপে আসছে না। এটা ওদেরই ক্ষতি। আমাদের নিরাপত্তা সিস্টেম নিয়ে ওরা প্রশ্ন করতে পারে না। অসংখ্য আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে দেশের মাঠে। কোনও দলই নালিশ করেনি। ওরা এল না। এটা বাংলাদেশের ক্ষতি। ওদের খেলোয়াড়দের ক্ষতি। আমাদের দেশ সুরক্ষিত।'' 

এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেউ কেউ মনে করেন, পাকিস্তান  ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি উস্কাচ্ছেন বাংলাদেশকে। রাজীব শুক্ল বলেছেন, '' আমরা চেয়েছিলাম বাংলাদেশ খেলুক এবং আমরা পূর্ণ নিরাপত্তারও আশ্বাস দিয়েছিলাম, কিন্তু যেহেতু তারা এই সিদ্ধান্ত নিয়েছে, তাই শেষ মুহূর্তে পুরো সূচি পরিবর্তন করা খুব কঠিন। এই কারণেই স্কটল্যান্ডকে নেওয়া হয়।''