শীত শেষের মুখে। দেশের একাধিক অংশে দিনের বেলায় বেশ গরমভাবও। তবে দিল্লিতে এবার যেন বসন্তের আগেই বর্ষা। শীত শেষের মুখে ফের ঝড়-বৃষ্টি রাজধানীতে।
2
8
পরিস্থিতি বিচারে, আইএমডি দিল্লির কিছু অংশের জন্য 'লাল সতর্কতা' এবং অন্য অংশের জন্য কমলা সতর্কতা জারি করেছে।
3
8
মঙ্গলবার সকালে দিল্লির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) শহরের কিছু অংশের জন্য লাল সতর্কতা এবং অন্যান্য অংশের জন্য কমলা সতর্কতা জারি করেছে।
4
8
উত্তর দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, মধ্য দিল্লি, উত্তর পূর্ব দিল্লি, পশ্চিম দিল্লি এবং দক্ষিণ পশ্চিম দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও জানিয়েছে হাওয়া অফিস।
5
8
হাওয়া অফিস নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, মঙ্গলবার দুপুর-বিকেল; পর্যন্ত বেশকিছু জায়গায় বাতাসের গতিবেগ ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছতে পারে।
6
8
অন্যদিকে, আবহাওয়া বিভাগ দক্ষিণ-পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, নয়াদিল্লি, শাহদারা এবং পূর্ব দিল্লিতে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে।
7
8
সাম্প্রতিককালে দিল্লি চর্চার দূষণ নিয়ে। বৃষ্টিপাতের ফলে জাতীয় রাজধানীতে বায়ুর মান অবনতি থেকে স্বস্তি মিলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
8
8
যদিও মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের মান খুব খারাপ ছিল। তার মাঝেই বৃষ্টিতে স্বস্তি মিলবে বলেই মনে করছেন অনেকে।