আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি প্রকাশ্যে এল ভারতের। নতুন এই জার্সি পরেই বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সিরিজ শুরুর আগে সেই জার্সি প্রকাশ্যে এনেছে বিসিসিআই। দলের বিভিন্ন ক্রিকেটারকে সেই জার্সি পরে পোজও দিতে দেখা গিয়েছে।
নাগপুরে বৃহস্পতিবার শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। তার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীকে নতুন জার্সিতে দেখা গিয়েছে। প্রায় গোটা ভারতীয় দলই ছিল নতুন জার্সিতে। দেখা যায়নি শুধু রোহিতকে। 


নতুন জার্সিতে মূল রং নীল রাখা হলেও কাঁধের কাছে রয়েছে বিশেষ নকশা। ভারতের জাতীয় পতাকার তিনটি রংই সেখানে রয়েছে। সঙ্গে সাদা ‘স্ট্রাইপ’ দেওয়া। সমর্থকদের মধ্যে এই জার্সি রীতিমতো প্রশংসিত হয়েছে।


প্রসঙ্গত, ভারতের মহিলা ক্রিকেট দল ইতিমধ্যেই এই নতুন জার্সি পরে খেলে ফেলেছে। আয়ারল্যান্ড সিরিজে স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌররা এই জার্সি পরেই খেলেছিলেন। বিরাটরা প্রথমবার এই জার্সি পরে খেলবেন।