আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে সেঞ্চুরির পরে বিরাট কোহলিকে নিয়ে বন্দনা হয়েছে। কিন্তু সেই বন্দনার রেশ এখন কেটে গিয়েছে। পারথ টেস্টে সেঞ্চুরির পরে কোহলি ক্রমাগত ব্যর্থ হয়েই চলেছেন। অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে আউট হন কোহলি। 

বিরাটের এভাবে একের পর এক আউট হওয়ার প্রেক্ষিতে প্রবল চটেছেন দেশের প্রাক্তন ওপেনার সুনীল গাভাসকর। তিনি বলেছেন, সপ্তম-অষ্টম স্টাম্পের বল তাড়া করে আউট হওয়ার কোনও যুক্তিই নেই। 

ব্যাট হাতে বিরাট-ম্যাজিক না চলায় তাঁর অবসরের দাবি জোরালো হয়েছে। সোশ্যাল  মিডিয়ায় এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ''বর্ডার-গাভাসকর ট্রফির পরে দয়া করে অবসর নিও। টেস্টে তোমার পরিসংখ্যান এবং পরম্পরা নষ্ট হোক আমি চাই না।'' 

আর এক ক্রিকেটভক্ত লিখেছেন, ''আপনারা যদি বিরাট কোহলির অবসর চান...এই টুইটের মতো...দ্রুত অবসর নাও।'' 

নেটে অনুশীলনের সময়ে অফস্টাম্পের বাইরের বল ছাড়ার দিকে নজর দেন কোহলি। কিন্তু খেলার সময়ে অফস্টাম্পের বাইরে বল ফেলে তাঁকে লোভ দেখানো হচ্ছে। সেই ফাঁদে পা দিয়ে আউট হচ্ছেন কোহলি। ক্রিকেটপ্রেমীরা এভাবে আউট দেখে স্থির থাকতে পারছেন না। তাঁরা বিরাট ট্রোলিংয়ে মেতে উঠেছেন।