আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস তৈরি করল নেপাল। ক্রিকেট মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে দিল তারা। ক্রিকেটমাঠে ক্যারিবিয়ানরা আর আগের মতো শক্তিশালী প্রতিপক্ষ নয়। হারই হয়ে গিয়েছে দস্তুর। এবার ওয়েস্ট ইন্ডিজ হার মানল নেপালের কাছে। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার কোনও পূর্ণ সদস্য দলের বিরুদ্ধে জয় পেল নেপাল।

নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচেই নেপাল জয় ছিনিয়ে নিস ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে। টসে জিতে নেপালকে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান ক্যাপ্টেন আকিল হোসেন। শুরুটা ভাল করেনি নেপাল। তিন ওভারের মধ্যে ফিরে যান নেপালের দুই ওপেনার। 

আরও পড়ুন: আজ এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাক, আরও রেকর্ডের সামনে অভিষেক

পাওয়ারপ্লে-তে নেপাল মারে কেবল দুটি বাউন্ডারি। নেপালের রান তোলায় গতি এনে দেন কুশল মাল্লা। চার-ছক্কা আসতে থাকে তাঁর ব্যাটে। দশ ওভারনেপাল করে ২ উইকেটে ৬৮। মাল্লা ও পোড়েল ৭০ বলে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন নেপাল শেষ পর্যন্ত করে ৮ উইকেটে ১৪৮ রান।

ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সেই কুখ্যাত ব্যাটিং ধস চলতে থাকে। প্রথম বলেই চার মেরে শুরু করেছিলেন কাইল মেয়ার্সপাওয়ারপ্লের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২ উইকেটে ৪০।

কিন্তু নেপালের স্পিনাররা ম্যাচের গতিপ্রকৃতি গুরিয়ে দেন। পরবর্তী চার ওভারে রোহিত পোড়েল ও ললিত রাজবংশী ১৬ রান দেন। দু'জনেই তুলে নেন একটি করে উইকেটশেষ দশ ওভারে ক্যারিবিয়ানদের দরকার ছিল ৯৩ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারা পারেননিশেষ পাঁচ ওভারে ক্যারিবিয়ানদের দরকার ছিল ৭০ রান। শেষ তিন ওভারে ৪৯ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজেরশেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২৮ রান। সেই রান তুলে না পারায় নেপাল ইতিহাস গড়ে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। ভারতের মাটিতে হবে দুই টেস্টের সিরিজঅধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল। দলে রাখা হয়নি বাংলার অভিমন্যু ঈশ্বরণকে। সহঅধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে ফিরতে পারেননি ঋষভ পন্থ। জায়গা হয়নি শ্রেয়স আইয়ারেরও। সুযোগ পাননি বাংলার পেসার আকাশদীপও। অভিমন্যু ঈশ্বরনকেও নেওয়া হয়নি

 শেষ বার ১৯৮৩ সালে ভারতে এসে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার অধিনায়ক ছিলেন ক্লাইভ লয়েডওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৩-০ ব্যবধানে। ভারত চারটি টেস্ট সিরিজ জিতেছে তার পর। ১৯৮৭ এবং ১৯৯৪ সিরিজ ড্র হয়েছিল। ২০১৩ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে অবসর নিয়েছিলেন শচীন রমেশ তেন্ডুলকর

আরও পড়ুন:'ভারত-পাক সম্পর্ক যখন খুব খারাপ ছিল...', হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন পাক অধিনায়ক সলমন ...