আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন না অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। দক্ষিণ কোরিয়ার বসবে এই টুর্নামেন্টের আসর। চলবে ২৭ থেকে ৩১ মে অবধি। শুক্রবারই ভারত ৫৯ জনের দল ঘোষণা করেছে। কোচিতে সদ্যসমাপ্ত ফেডারেশন কাপে যারা ভাল পারফর্ম করেছিলেন, তারা প্রায় সবাই দলে আছেন।


নীরজের ফোকাস এখন ডায়মন্ড লিগ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে। যা হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। তাছাড়া নীরজ এবার আয়োজন করছেন নীরজ চোপড়া ক্লাসিক। জেএসডব্লিউ স্পোর্টসের সহযোগিতায় বেঙ্গালুরুতে ২৪ মে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। বিশ্বের সেরা সেরা জ্যাভলিন থ্রোয়াররা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। সেটাও একটা কারণ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ না নেওয়ার।


যদিও এটা প্রথম নয়। এর আগেও এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেননি নীরজ। শেষবার অংশ নিয়েছিলেন সেই ২০১৭ সালে। সেবার ভুবনেশ্বরে হয়েছিল টুর্নামেন্ট। নীরজ জিতেছিলেন সোনা। তারপর থেকে তিনি ডায়মন্ড লিগ, অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপেই বরাবর ফোকাস করে এসেছেন।
নীরজ না থাকায় জ্যাভলিনে ভারতের আশা এবার শচীন যাদব ও যশবীর সিং। 


এর আগের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছিল ব্যাঙ্ককে। সেখানে ভারত পেয়েছিল ২৭ পদক। তার মধ্যে ৬ সোনা, ১২ রুপো ও ৯টি ব্রোঞ্জ পদক ছিল। পদক তালিকায় জাপান ও চীনের পরেই ছিল ভারতের স্থান।