আজকাল ওয়েবডেস্ক: ৮৯.৪৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে ডায়মন্ড লিগে দ্বিতীয় হলেন নীরজ চোপড়া। এটা নীরজের জন্য মরসুমের সেরা থ্রো। ৯০.৬১ মিটার জ্যাভলিন ছুঁড়ে প্রথম হয়েছেন অ্যান্ডারসন পিটার্স। প্রথম রাউন্ডে ৮২.১০ মিটার থ্রো দিয়ে শুরু করেছিলেন নীরজ।
ছিলেন চতুর্থ স্থানে। ফাইনালে নীরজকে সবথেকে বেশি টক্কর দিয়েছেন অ্যান্ডারসন পিটার্স এবং জ্যাকুব ভাদলেজ। দ্বিতীয় প্রচেষ্টায় ভারতীয় অ্যাথলিট 83.21 মিটার থ্রো করে প্রথম তিনে জায়গা করে নেন। পিটার্স তখন সেই রাউন্ডে ৮৮ মিটার ছাড়িয়ে যান। কারণে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন জুলিয়ান ওয়েবার। ইউক্রেনের আর্তুর ফেলফনার প্রায় ৮৪ মিটার জ্যাভলিন ছোঁড়ার পর নীরজ ফের নেমে যান চতুর্থ স্থানে।
চতুর্থ রাউন্ডে 82.34 মিটার ছুঁড়েও প্রথম তিনে জায়গা করে নিতে পারেননি নীরজ। পঞ্চম রাউন্ডেই ফাইনালের সেরা থ্রো করেন পিটার্স। ৯০.৬১ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতার দাবিদারহয়ে ওঠেন তিনি। নীরজ তখন ৮৯.৪৯ মিটার থ্রো করে তাঁর মরসুমের সেরাটা দেন।
