আজকাল ওয়েবডেস্ক:‌ এই হারের দায় নিতে হবে বিরাট ও রোহিতকে। এমনই কড়া বার্তা দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা। 


প্রসঙ্গত, ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। পরিসংখ্যান বলছে শেষ দশ ইনিংসে রোহিত করেছেন মাত্র ১৩৩ রান। আর বিরাট ১৯২। ওয়াংখেড়েতে মাত্র ১৪৭ রান তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছে ভারত। এর জন্য দায় এড়াতে পারেন না বিরাট ও রোহিত। ওঝার কথায়, ‘‌সিনিয়র হিসেবে দায়িত্বটা বিরাট ও রোহিতকেই নিতে হবে। দু’‌জনেই ছন্দে নেই। আর তাই ভারতও ভেঙে পড়ছে।’‌ 


এটা ঘটনা ওঝা কিন্তু রোহিত ও বিরাট দু’‌জনের সঙ্গেই খেলেছেন। তাঁর কথায়, তরুণ ভারতীয় ব্যাটারদের গাইড করার কাজটা করতে হবে রোহিত ও বিরাটকেই। 
প্রসঙ্গত, ভারতের প্রথম ছয় ব্যাটারের মধ্যে একমাত্র বিরাট ও রোহিতই ৩০ এর উপরে। বাকিদের বয়স ৩০ এর কম। ওঝার কথায় এখনই ভুল না শোধরালে অস্ট্রেলিয়ায় বিপদে পড়তে হবে। তিনি বলেছেন, ‘‌অস্ট্রেলিয়া সিরিজ এই দু’‌জনের কাছেই খুব গুরুত্বপূর্ণ। ফর্মে ফিরলে ভারত স্বস্তিজনক জায়গায় থাকবে। তবে অস্ট্রেলিয়া জানে ভারত এই সিরিজ খেলতে আসছে হারের পর। তার উপর হোয়াইটওয়াশ। মানসিক দিক থেকে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া।’‌