আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে সিরিজ ২-২ করেছে ভারত। তবুও নভজ্যোৎ সিং সিধুর মতো প্রাক্তন ক্রিকেটার কিন্তু ভারত অধিনায়ক শুভমান গিল ও ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীরের সমালোচনা করতে ছাড়লেন না। স্পষ্ট জানিয়ে দিলেন তাঁরা 'ক্রাইম' করেছেন। কিন্তু কেন? হাফ ফিট, চোট পাওয়া আকাশদীপকে খেলানোয় টিম ম্যানেজমেন্টের উপরে ক্ষুব্ধ সিধু।
একসময়ে অফস্পিনার দেখলেই সিধু স্টেপ আউট করে ছক্কা হাঁকাতেন। সেই তারকা এখন ধারাভাষ্যকার। তিনি বলছেন, চোট পাওয়া অর্শদীপকে খেলিয়ে ভয়ঙ্কর অপরাধ করেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। আকাশদীপকে না খেলিয়ে অর্শদীপ সিংকে খেলানো যেত বলেই জানান সিধু।
বল করার সময়ে আকাশদীপকে ভারত অধিনায়ক শুভমান গিল জিজ্ঞাসা করেন, ব্যথা-যন্ত্রণা উপশম করার জন্য বঙ্গপেসার ইঞ্জেকশন নিয়েছেন কিনা। কুঁচকিতে চোটের জন্য চতুর্থ টেস্টে নামেননি আকাশদীপ। পঞ্চম টেস্টে তাঁকেই নামিয়ে দেওয়া হল।

ইউটিউবে সিধুকে বলতে শোনা গিয়েছে, ''ইংরেজি ধারাভাষ্যে পরিষ্কার শোনা গিয়েছে গিল জিজ্ঞাসা করছে আকাশদীপকে যে ও ব্যথা কমার ইঞ্জেকশন নিয়েছে কিনা। ইঞ্জেকশন দিয়ে একজন বোলারকে তোমরা টেস্ট ম্যাচে নামাচ্ছো। যেখানে অর্শদীপ সিংয়ের মতো একজন বাঁ হাতি পেসার রিজার্ভ বেঞ্চে বসে রয়েছে। ওকে কেন খেলানো হল না? অর্ধেক ফিট একজন বোলারকে নিয়ে খেলা কিন্তু বড় অপরাধ। কারণ তোমার অন্য দুই বোলার, যাদের ঘোড়দৌড়ের ঘোড়া হিসেবে তৈরি করা হয়েছিল, তারা শেষ পর্যন্ত কাজের ঘোড়ায় পরিণত হয়েছে।''
জশপ্রীত বুমরাহ পঞ্চম টেস্ট ম্যাচ খেলেননি। ফলে চাপ এসে পড়েছিল মহম্মদ সিরাজের উপরে। লম্বা স্পেল করে গিয়েছেন হায়দরাবাদি। এই ভারতীয় দলের বোলিং আক্রমণের মেরুদণ্ড ছিলেন সিরাজ। সিধু সতর্ক করে দিয়ে বলছেন, সিরাজের উপরে ক্রমাগত যদি চাপ পড়তে থাকে, তাহলে একদিন ভেঙে পড়বেন তিনি। ওভাল টেস্টের নায়ককে রক্ষা করার পরামর্শ দিচ্ছেন সিধু। তিনি বলছেন, '' সিরাজও চোটের কবলে পড়বে। কারণ হাতে রয়েছে মাত্র তিনজন বোলার। ইংল্যান্ডের দিকে তাকাও। চারজন ফাস্ট বোলার নিয়ে ওরা খেলেছে। একজন আহত হয়েছে। তার পরেও ওদের হাতে তিনজন বোলার ছিল। এখন ভারতের কাছে মাত্র তিনজন বোলার রয়েছে। তাও পুরোদস্তুর তিনজন নেই। এমনকী আড়াই জনও নেই।''

সিধু অবশ্য আকাশদীপকে দোষ দিচ্ছেন না। তিনি বলছেন, ''ও যদি চোট পেয়ে থাকে, তাহলে তো চোট ছিলই। আইপিএল চলাকালীন চোট পেয়েছিল আকাশদীপ। ফিরে আসার পর ওর পরিস্থিতি হয়েছে অনেকটা লজ্জবতী লতার মতো।''
মহম্মদ সিরাজ ম্যাজিকে ওভালে টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে আনে ভারত। চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়েছিলেন সিরাজ। সমালোচনা ধেয়ে এসেছিল তাঁর দিকে। প্রাক্তনদের তীব্র সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছিলেন সিরাজ। সেই সিরাজ প্রায়শ্চিত্ত করেন ওভাল টেস্টের পঞ্চম দিনে।
ক্রিকেট বারবার সুযোগ দেয় না। এক বলের খেলা ক্রিকেট। সেখানে ক্রিকেট আরও একটা সুযোগ দিয়েছিল সিরাজকে। হায়দরাবাদি তারকা সেই সুযোগ দু'হাতে লুফে নেন। ওভালে নিজেকে নিংড়ে দিলেন। তিরিশ ওভার হাত ঘুরিয়ে পাঁচ-পাঁচটি উইকেট নিলেন। পঞ্চম দিনের শুরুতে উইকেট নিয়ে ইংল্যান্ডের সাজঘরে জোরালো ধাক্কা দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের শেষটাও হয় তাঁরই হাতে।
আরও পড়ুন: কারা থাকবেন এশিয়া কাপের দলে? চমকের সম্ভাবনা কতটা জেনে নিন এখনই
