আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরার সই করা ব্যাট ন্যাশনাল ক্রিকেট ইনক্লুশন চ্যাম্পিয়নশিপসে দান করলেন অস্ট্রেলিয়ার তারকা অফস্পিনার নাথান লায়ন। এনসিআইসি এমন একটি সংস্থা যারা অস্ট্রেলিয়ার বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সমর্থন করে থাকে। জানা গিয়েছে, ৩৭ বছর বয়সী নাথান লায়ন এই সংস্থার অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। ভারতীয় তারকা বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরার সই করা ব্যাট ওই সংস্থার হাতে তুলে দিয়েছেন তিনি। সেখানে ব্রেইলে লেখা রয়েছে ‘খেলা সবার জন্য’। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে লায়ন জানান, ‘আমাদের মত খেলোয়াড়দের দায়িত্ব হল পরবর্তী প্রজন্মকে ক্রিকেটের প্রতি উৎসাহিত করা। আমি বিশ্বাস করি, ক্রিকেট এমন একটি খেলা যা সবার জন্য। যদি আমরা ছেলেমেয়েদের অনুপ্রাণিত করতে পারি, তবে সেটাই সার্থকতা’। 

 

অস্ট্রেলিয়ার তারকা স্পিনারের আশা, এই বিশেষভাবে সক্ষম খেলোয়াড়রা ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটি টিমে জায়গা করে নিতে পারবে। তিনি জানান, এই দলটি ব্রিসবেনে দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছে। বলা যায়, রাজ্যস্তরের ক্রিকেট খেলছে বর্তমানে এই খেলোয়াড়রা। আশা করি, আন্তর্জাতিক দলে জায়গা করে নেওয়ার জন্য নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারবে’। ২০২৫ সালের এনসিআইসি আয়োজিত করবে অস্ট্রেলিয়া। জানা গিয়েছে, ছ’দিনের এই প্রতিযোগিতা ১৯ জানুয়ারি শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

 

ব্রিসবেনের মার্চেন্ট পার্কে অনুষ্ঠিত হবে প্রত্যেকটি ম্যাচ। আয়োজনের দায়িত্বে থাকবে কুইন্সল্যান্ড ক্রিকেট এবং ওয়্যারহাউস ক্রিকেট। প্রসঙ্গত, নাথান লায়ন সম্প্রতি বর্ডার-গাভাসকার ট্রফিতে খেলেছেন। খুব বেশি বল করার সুযোগ না পেলেও সাত ইনিংসে ন’টি উইকেট নিয়েছেন তিনি। ২.৭০ ইকোনমি রেটে এবং ৩৬.৮৮ গড়ে বোলিং করেছেন তিনি। বিজিটির শেষে জল্পনা ছড়ায় হিপ ইনজুরির সমস্যায় ভুগছেনন লায়ন। তবে অজি স্পিনার নিশ্চিত করেছেন তিনি সম্পূর্ণ ফিট এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলার জন্য তৈরি।