আজকাল ওয়েবডেস্ক: বিহারের ১৪ বছর বয়সি অন্যতম প্রতিভা বৈভব সূর্যবংশী বৃহস্পতিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (PMRBP) গ্রহণ করলেন।

অনুষ্ঠানের পর তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতেরও সূচি রয়েছে। এই পুরস্কার হল সাধারণত ৫ থেকে ১৮ বছর বয়সি শিশুদের জন্য ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান।

সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং ক্রীড়া এই একাধিক বিভাগে অসামান্য কৃতিত্বের জন্য প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়।

ক্রীড়া বিভাগ থেকে বৈভবকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। পুরস্কার গ্রহণের পর বৈভব ভারতের অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগ দিয়ে জিম্বাবোয়ে সফরে রওনা হওয়ার কথা।

আগামী ১৫ জানুয়ারি শুরু হতে চলা অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফর। রেকর্ড ভাঙা ঘরোয়া মরশুমের সুবাদেই এই স্বীকৃতি পেয়েছেন বৈভব।

সম্প্রতি অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৮৪ বলে ১৯০ রান হাঁকান তিনি। ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা, যার সুবাদে বিহার ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান তুলে নেয়—যা বিশ্বরেকর্ড।

মাত্র ৩৬ বলে শতরান করে লিস্ট-এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন হিসেবেও ইতিহাস গড়েন তিনি। এই ইনিংসেই বৈভব ভেঙে দেন এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম ১৫০ রানের রেকর্ড—১০ বল কম খেলে।

পাশাপাশি, লিস্ট-এ ক্রিকেটে এক ইনিংসে ১৫টি ছক্কা হাঁকিয়ে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন তিনি।

এর আগে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেললেও পুরো টুর্নামেন্ট জুড়ে সেই ফর্ম ধরে রাখতে পারেননি বৈভব।

শেষ পর্যন্ত ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয় ভারতকে। চলতি বছর আইপিএলেও জাতীয় নজর কাড়েন বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করে আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এই তরুণ ক্রিকেটার।