আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারের বৈঠকের পর আইএসএল নিয়ে জট কাটার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। ফেডারেশনের মালিকানায় চলবে দেশের একনম্বর লিগ। আইএসএলের জন্য ২০ বছরের দীর্ঘ পরিকল্পনা পেস করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। প্রত্যেক ক্লাবকে মরশুম শুরুতে এক কোটি টাকা অংশগ্রহণ ফি দিতে হবে। তবে লিগের আয়ের ৫০ শতাংশ ক্লাবগুলোকে দেওয়া হবে। কমার্শিয়াল পার্টনার পাবে ৩০ শতাংশ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পাবে ১০ শতাংশ। যা ইউথ ডেভেলপমেন্টে ব্যবহার করা হবে। এছাড়াও শেয়ারহোল্ডারদের দেওয়া অর্থে 'সেন্ট্রাল অপারেশনাল বাজেট' তৈরি করা হবে। ২০ বছরের জন্য একটি বাজেট পেশ করা হয়েছে। সম্পূর্ণ নতুন কাঠামোয় হবে লিগ। প্রথম বছরের জন্য বাজেট ৭০ কোটি। লিগে প্রোমোশন এবং রেলিগেশন থাকবে।
অবনমনের আওতায় পড়া ক্লাবগুলোও লিগের আয়ের একটি অংশ পাবে। পুরোনো ক্লাব, অর্থাৎ যারা আট বছর ধরে আইএসএল খেলছে, তাঁদের অবনমন হলেও ফিক্সড রেভিনিউয়ের ১ শতাংশ পাবে। যারা তিন বছরের বেশি রয়েছে, তাঁরা পাবে ০.৫ শতাংশ। যারা এক থেকে তিন বছর ধরে খেলছে, তাঁরা ০.২৫ শতাংশ পাবে। শুক্রবারের বৈঠকের পর এমনই জানা গিয়েছে। এদিন দুপুরে ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে কমিটির সদস্যরা। সোমবার আরও একবার আইএসএলের ক্লাবের সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে পারে তিন সদস্যের কমিটি। সেদিনই লিগের ভাগ্য নির্ধারণ হতে পারে।
বুধবার নিজেদের মধ্যে আলোচনায় বসে ক্লাব প্রতিনিধিরা। সেখানেই শুক্রবার কমিটির সঙ্গে বৈঠকের কথা ঠিক হয়। ক্লাব জোট এবং ফেডারেশনের নির্বাচিত তিন সদস্যের কমিটির আলাদাভাবে আইএসএলের জন্য প্রস্তাব পেশ করার কথা ছিল। এদিন সেই নিয়েই আলোচনা হয়। সোমবার আরও একটি বৈঠকের কথা রয়েছে। সেখানে থাকার কথা ফেডারেশনের প্রতিনিধিদেরও। ভাবা হচ্ছে, সোমবারই চলতি মরশুমে আইএসএলের ভাগ্য নির্ধারণ হবে। সময় পেরিয়ে যাচ্ছে। প্রথমে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আইএসএল শুরু করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। তবে আইএসএল করতে হলে ফেব্রুয়ারির প্রথমদিকে শুরু করতে হবে। দ্রুত সমাধান চাইছে ক্লাবগুলো। তবে তার আগে ফেডারেশনের দীর্ঘ মেয়াদী চুক্তি জন্যে আগ্রহী তাঁরা।
এবছর খরচ কমানোর জন্য একাধিক বদল হতে পারে লিগে। এতদিন পর্যন্ত মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সব ম্যাচই যুবভারতীতে হত। মহমেডান খেলত কিশোরভারতী স্টেডিয়ামে। নতুন নিয়মে বাংলায় খেলা হলে, ম্যাচগুলো কিশোরভারতী এবং কল্যাণী স্টেডিরামেও রাখার কথা ভাবা হচ্ছে। পরপর বৈঠক হলেও, আদতে এখনও কোনও সুরাহা মেলেনি। তবে এদিনের বৈঠক ফলপ্রসূ। এবার আইএসএল জট খুললেও খুলতে পারে।
