আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক উস্কে দিলেন পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার ইনসানউল্লাহ। একটি পডকাস্টে তিনি দাবি করেছেন পাকিস্তানের হাতে বুমরাহর থেকেও ভাল বোলার রয়েছে। 
অখ্যাত অনামী তরুণ পাক বোলার বলেছেন, ''বুমরাহর থেকেও ভাল বোলার নাসিম শাহ।'' 
তরুণ পাক বোলারকে প্রশ্ন করা হয়, কাগজ কলমে বুমরাহর পারফরম্যান্স ভাল। বড় টুর্নামেন্টে বুমরাহ সাফল্য এনে দিয়েছে দেশকে। পাক তরুণ ক্রিকেটার বলছেন, ''নাসিম শাহ ২০২২ সালের বিশ্বকাপে ভাল পারফরম্যান্স করেছে। কখনও কখনও এক বছর বা তার বেশি সময় খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় ক্রিকেটারকে। কিন্তু নাসিম শাহ এখনও অনেক ভাল।'' 

বুমরাহ তাঁর ইয়র্কারের জন্য বিখ্যাত। চাপের মুখেও বুমরাহ মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। নাসিম শাহ তাঁর পেস বোলিংয়ের জন্য বিখ্যাত। খুব অল্প বয়সেই নাসিম শাহ নজর কেড়ে নিয়েছেন। 

তবে বুমরাহ ও নাসিম শাহের মধ্যে তুলনায় এই প্রথমবার যে পাকিস্তানের ক্রিকেটাররা পাক বোলারের পাশে দাঁড়িয়েছেন এমন নয়। 

এর আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে প্রশ্ন করা হয়েছিল, শেষ ওভারে দশ রান দরকার, এই পরিস্থিতিতে কার হাতে তিনি বল তুলে দেবেন টি-টোয়েন্টি ফরম্যাটে? বাবর কোনও দ্বিধা দ্বন্দ্ব না করে জবাব দেন, ''নাসিম শাহ।'' 

পারফরম্যান্স বুমরাহর হয়ে কথা বলে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি। ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। বুমরাহ হয়েছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট।