আজকাল ওয়েবডেস্ক: কোহলির বিরাট ভক্ত তিনি। বিরাট কোহলি দ্রুত আউট হয়ে গেলেই তাঁর খিদে মরে যায়। খাওয়ার ইচ্ছাই থাকে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর। তিনি যে  বিরাট ভক্ত তা জানে গোটা ভারত। কিন্তু কোহলি আউট হয়ে ফিরে গেলেই তাঁর খাওয়ার ইচ্ছা চলে যায় এ বোধহয় প্রথমবার শুনল গোটা দেশ। 

নানা পাটেকরের এহেন মন্তব্য শোনার পরেই সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। কেউ বললেন, বর্ডার-গাভাসকর ট্রফির শুরু থেকেই উপবাসে রয়েছেন নানা পাটেকর। কেউ আবার বললেন, না খেয়ে, শরীরের ওজন কমেছে জনপ্রিয় অভিনেতার। 

?ref_src=twsrc%5Etfw">January 3, 2025

 

পারিন্দা, ক্রান্তিবীর, অগ্নিসাক্ষীর মতো ছবিতে দাপিয়ে অভিনয় করা নানা পাটেকর নিজের অনুভূতি শেয়ার করে  জানিয়েছেন, বিরাট ফিরে গেলেই আমার মন খারাপ হয়ে যায়। খাওয়ার ইচ্ছাই আর থাকে না। তাহলেই ভেবে দেখুন কত বড় প্লেয়ার ও। 

?ref_src=twsrc%5Etfw">January 2, 2025

 

কিন্তু সেই বিরাট কোহলিই তো অস্ট্রেলিয়া সফরে দলকে বিপন্ন করছেন বারবার। পারথে সেঞ্চুরি ছাড়া বলার মতো রান কোথায় তাঁর ব্যাটে? সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতের তারকা ব্যাটার। এদিকে নানা পাটেকরের বিরাট প্রেমের কথা শোনার পরে আর স্থির থাকেনি সোশ্যাল মিডিয়া। কেই লিখেছেন, এই বয়সে উপবাসে থাকাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আবার কেউ মজার মিম পোস্ট করেছেন।