আজকাল ওয়েবডেস্ক: শনিবার রেস্ট অফ ইন্ডিয়াকে হারিয়ে ২৭ বছর পর ইরানি কাপ জিতল মুম্বই। এই নিয়ে ১৫তম বার ইরানি কাপ জিতল মুম্বাই। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তানুশ কোটিয়ানের বিস্ফোরক শতরানে ভর করে ইরানি কাপ জিতলেন রাহানেরা। পাঁচ দিনের ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে লিড থাকায় লখনউয়ের অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে ট্রফি জিতল মুম্বই।
অজিঙ্ক রাহানের অধীনে রঞ্জি ট্রফি এবং ইরানি কাপ জিতে ভারতের ডোমেস্টিক ক্রিকেটে আধিপত্য বজায় রাখল মুম্বই। মুম্বইয়ের ইরানি কাপ জয়ের পিছনে প্রধান ভূমিকা পালন করেন স্পিনার তানুশ কোটিয়ান। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম শতক হাঁকিয়ে মুম্বাইকে কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেন তিনি। প্রথম ইনিংসে ১২১ রানের লিড নেওয়ার পর শুক্রবার লখনউয়ে মুম্বইয়ের একসময় ১৭১ রানে আট উইকেট পড়ে গিয়েছিল।
সেখান থেকে কোটিয়ানের শতরানে ফের ম্যাচে ফেরে তারা। মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে পৃথ্বী শ ৭৬ রান করেন। তবে রান পাননি রাহানে(৯), শ্রেয়স আইয়ার(৮), সফরাজ খান(১৭) এবং হার্দিক তামোরে(৭)। রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন অফ স্পিনার সারানশ জৈন। তবে তানুশ কোটিয়ান এবং মোহিত আবস্থী সাহসী নবম উইকেটে ১৫৮ রানের পার্টনারশিপ গড়ে মুম্বইকে ম্যাচে ফেরান। এদিন দ্বিতীয় সেশনের শেষের দিকে আবস্তির অর্ধশতরানের পর দু’দলের খেলোয়াড়রা হ্যান্ডশেক করে ম্যাচ শেষ করেন।
