আজকাল ওয়েবডেস্ক: আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে দীপক চাহারকে। পুণে সুপারজায়ান্টস, চেন্নাই সুপার কিংসের পরে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে তাঁকে। তবে পুরো মরশুম দীপক চাহারকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। চোট আঘাতে জর্জরিত থাকেন তিনি।
২০২২ সালের আইপিএলে একটি ম্যাচও খেলতে পারেননি দীপক চাহার। গত মরশুমে মাত্র আটটি ম্যাচ খেলেছিলেন। তাঁর চোট ভুগিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। চাহারকে না পাওয়ায় চেন্নাই সুপার কিংসও প্লে অফে পৌঁছতে পারেনি। তাঁদের বোলিংয়ে রক্তাল্পতা দেখা গিয়েছিল।
সেই দীপক চাহারকে নেওয়ার জন্য নিলামের দ্বিতীয় দিন একসময়ে পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে জোর লড়াই চলছিল। তাঁর দাম ওঠে ৭.৭৫ কোটি। চেন্নাই সেই সময়ে বিড করে চাহারের জন্য। ৮ কোটি টাকার প্যাডল তোলে সিএসকে। এরপরে নিলামে লড়াই শুরু হয় মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত মুম্বই ৯.২৫ কোটি টাকার বিনিময়ে দীপক চাহারকে দলে নেয়।
৮১টি আইপিএল ম্যাচ খেলেছেন দীপক চাহার। ২০১৬ সালে তাঁর অভিষেক হয়। ৭৭টি উইকেট তাঁর ঝুলিতে। ২০১৯ সালে দীপক চাহার দারুণ ছন্দে ধরা দেন। ১৭টি ম্যাচ থেকে ২২টি উইকেট সংগ্রহ করেন দীপক চাহার। পাওয়ারপ্লেতে দীপক চাহারকে ব্যবহার করতেন ধোনি। অধিনায়ককে কোনও সময়েই নিরাশ করেননি দীপক চাহার।
মুম্বই ইন্ডিয়ান্সে ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরার সঙ্গে দীপক চাহার যোগ হওয়ায় বোলিং শক্তি বাড়ল হার্দিক পাণ্ডিয়ার দলের।
