আজকাল ওয়েবডেস্ক: দশ মাসে প্রথম ম্যাচ খেলতে নামবেন এমএস ধোনি। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন। ৪৩ বছরেও তিনি অপ্রতিরোধ্য। তার প্রমাণ মিলল চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিসে। অনায়াসে নিজের সিগনেচার শট মারলেন ধোনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে মাথিশা পথিরানার বলে হেলিকপ্টার শট মারতে দেখা যায় আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ককে। মঙ্গলবার চিপকের চিদম্বরম স্টেডিয়ামে শ্রীলঙ্কার পেসারের নীচু ফুল টস বল গ্যালারিতে পাঠান ধোনি। বুঝিয়ে দেন এখনও তিনি ফুরিয়ে যাননি। 

১৮তম আইপিএল খেলার জন্য তৈরি ধোনি। তাঁর নেতৃত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। গতবছর থেকে ব্যাটন‌ তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। তবে উইকেটের পেছনে প্রথম পছন্দ প্রাক্তন অধিনায়কই। বোর্ডের নতুন নিয়মের ফলে মেগা নিলামের আগে আনক্যাপড প্লেয়ার হিসেবে ৪ কোটিতে ধোনিকে ধরে রাখতে পেরেছে চেন্নাই। গতবছর প্লে অফে যেতে পারেনি সিএসকে। কিন্তু হাঁটুর সমস্যা নিয়েই নজর কাড়েন ধোনি। সাধারণত সাত বা আট নম্বরে ব্যাট করতে নামেন। যার ফলে গোটা আইপিএলে খুব বেশি বল খেলার সুযোগ হয়নি। মোট ৭৩ বলে ১৬১ রান করেন। তাতে ছিল ১৩টি ছয়, ১৪টি চার। স্ট্রাইক রেট ২২০.৫৫। হাঁটুতে চোট নিয়েই এই গড়। আগের আইপিএলের পর হাঁটুতে অস্ত্রোপচার করেন। এবার সম্পূর্ণ ফিট হয়েই নামবেন। ঋষভ পন্থের বোনের বিয়ের অনুষ্ঠানে  যোগ দেওয়ার পর সিএসকের প্র্যাকটিসে নেমে পড়েন ধোনি। রবিবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।