আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ সেমিফাইনালে থেমে গিয়েছিল অস্ট্রেলিয়ার দৌড়। অজি অধিনায়ক অ্যালিসা হিলি সব ধরনের ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখলেন। ভারতের বিরুদ্ধে সিরিজের পরে ক্রিকেট থেকে সরে যাবেন তিনি। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে। চলবে ৬ মার্চ পর্যন্ত।
২০২৫ সালের বিশ্বকাপে হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল হরমনপ্রীতের ভারতের কাছে। তার এক মাসের মধ্যেই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন হিলি। গতবছরের মহিলাদের বিগ ব্যাশ লিগের সময়ে অজি ক্যাপ্টেন অনুভব করেন এবার সরে যাওয়ার সময় এসেছে।
প্রায় ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে ফেললেন হিলি।
২০১০ সালের ফেব্রুয়ারিতে তাঁর যখন অভিষেক ঘটে, তখন অজি অধিনায়ক ১৯ বছর বয়সী। ওয়ানডে-তে সাড়ে ৩ হাজার এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৩০৫৪ রান করেন। টি-টোয়েন্টিতে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৮ (অপরাজিত)।
উইলো টক পডকাস্টে অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হিলি বলেন, ''এটা অনেক দিন ধরেই হয়ে আসছিল। গত কয়েক বছর মানসিকভাবে বেশি ক্লান্তিকর ছিল বলেই মনে হয়েছে। চোট ছিল। ভিতরের শক্তিটা ধীরে ধীরে ফুরিয়ে আসছিল। বারবার নিজেকে নতুন করে উজাড় করে দেওয়া কঠিন হয়ে পড়ছিল।'' তাই সরে যাওয়াই শ্রেয় বলে মনে করলেন অ্যালিসা হিলি। অজি ক্যাপ্টেন আরও বলেন, '' আমি চিরকাল প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি। চেয়েছি জিততে। বয়স বাড়লেও সেই খিদেটা হারাইনি। তবে আগের খিদে আর নেই। তা কমে গিয়েছে। গতবছরের মহিলাদের বিগ ব্যাশের সময়ে বুঝতে পারি সরে যাওয়ার সময় এসে গিয়েছে।''
হিলি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলায় ২০২৬-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ক্যাপ্টেনের অধীনে খেলবে অস্ট্রেলিয়া।
হিলি ছ'টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দু'টি ওয়ানডে বিশ্বকাপ জেতেন। ২০১৮ এবং ২০১৯ সালে হিলি আইসিসি-র টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পান।
