আজকাল ওয়েবডেস্ক: আনোয়ার আলি ইস্যু নিয়ে এবার ফিফার দ্বারস্থ মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে ছয় পাতার একটি চিঠি পাঠানো হয়। আনোয়ার ইস্যুতে ফেডারেশনের ওপর ক্ষুব্ধ মোহনবাগান ম্যানেজমেন্ট। তাই এবার কড়া পদক্ষেপ নেওয়া হল। আনোয়ারকে নিয়ে দুই প্রধানের মধ্যে ঝামেলার প্রায় এক বছর হতে চলল। কিন্তু কোনও সুরাহা হয়নি। ইস্ট-মোহনের মধ্যে আইনি লড়াই এখনও চলছে। এদিন ফেডারেশনের কাছে এই বিষয়ে জানতে চায় মোহনবাগান কর্তৃপক্ষ। কিন্তু কোনও সদত্তর পাওয়া যায়নি। বরং জানানো হয়, এই বিষয়টির সমাধানে যে অ্যাপিল কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির একজন সদস্য সরে দাঁড়িয়েছে। যার ফলে সেই কমিটির আর অস্তিত্ব নেই। আবার নতুন করে কমিটি গঠন করতে হবে। যা সময়সাপেক্ষ। এটা শুনে প্রচণ্ড চটে যায় মোহনবাগান ম্যানেজমেন্ট। আর কোনও দেরি না করে, শুক্রবার রাতে ফিফাকে চিঠি পাঠায় মোহনবাগান।
আইএসএল আয়োজন করা নিয়ে হিমশিম খাচ্ছে এআইএফএফ। এখনও কোনও বিড জমা পড়েনি। একইসঙ্গে এখনও পর্যন্ত সংবিধান তৈরি করতে পারেনি ফেডারেশন। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, আনোয়ার ইস্যুতেও কিছুটা সময় লাগবে। তাতেই আর কোনও সময় নষ্ট করেনি মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্ট।

ফিফাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ফেডারেশনের এই গাফিলতিতে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফিফার পক্ষ থেকে ন্যায্য বিচার চাইছে। প্রসঙ্গত, গতবছরের আগস্ট থেকে আনোয়ারকে নিয়ে দুই প্রধানের মধ্যে আইনি লড়াই শুরু হয়। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে ছাড়পত্র পেয়ে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে যোগ দেন আনোয়ার। পাঁচ বছরের চুক্তিতে সই করেন তারকা ফুটবলার। লাল হলুদ জার্সিতে অভিষেক হয়। গতবছর টানা আইএসএলও খেলেন। তবে হাল ছাড়েনি মোহনবাগান। এবার এই ইস্যু নিয়ে ফিফার দ্বারস্থ সবুজ মেরুন।
