আজকাল ওয়েবডেস্ক: ঐতিহাসিক মুহূর্ত। মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ পুরস্কৃত হলেন।

বাগান গোলরক্ষককে ৫০টি ক্লিন শিটের জন্য দেওয়া হল ৫০ লেখা বিশেষ এক জার্সি। সেই পঞ্চাশ নম্বর জার্সি কাইথের হাতে বুধবার পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে তুলে দেন মোহনবাগানের গোলকিপিং কোচ ফ্রান্সিসকো হোসে মার্টিনেজ নিওন। 

মহামেডানের বিরুদ্ধে ম্য়াচ শুরুর আগে আইএসএলে সর্বাধিক ক্লিন শিট রাখার নিরিখে অমরিন্দর সিং (৪৯),  গুরপ্রীত সিং সান্ধুর (৪৯) সঙ্গে একই বিন্দুতে ছিলেন বাগানের গোলরক্ষকও। মহমেডানের বিরুদ্ধে গোল হজম করেননি বিশাল কাইথ। ফলে তাঁর অগ্রজ দুই গোলকিপারকে পিছনে ফেলে এগিয়ে যান বিশাল। রেকর্ড গড়লেন মোহনবাগানের গোলকিপার। 

নতুন এক মাইলস্টোন তৈরি করলেন বিশাল কাইথ। ব্যক্তিগত মাইলস্টোনের পাশাপাশি মোহনবাগান কিন্তু এদিন পাঞ্জাবের থেকে তিন পয়েন্ট চাইছে। আর মাত্র দশ পয়েন্ট পেলেই লিগ শিল্ড উঠবে মোহনবাগানের হাতে। কিন্তু সে সব নিয়ে মাথা ঘামাতে চাইছেন না মোলিনা।