আজকাল ওয়েবডেস্ক: আরও দু'বছর মোহনবাগানে দিমিত্রি পেত্রাতোস। অস্ট্রেলীয় স্টাইকারের চুক্তির মেয়াদ বাড়ানো হল। আইএসএলের গোল্ডেন বুট জয়ীকে আরও দু'বছর রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। গত দু'বছরে সবুজ মেরুন জনতার নয়নের মণি হয়ে উঠেছেন দিমি। আইএসএল ফাইনাল থেকে শুরু করে ডুরান্ড ফাইনাল, দলের প্রয়োজনে প্রতিবার গুরুত্বপূর্ণ সময় গোল করে মোহনবাগানকে জিতিয়েছেন। বক্সের মধ্যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। শুধু গোল করার ক্ষেত্রেই না, একাধিক গোলের ঠিকানা লেখা পাস বাড়াতেও সমান পারদর্শী পেত্রাতোস। সর্বসাকুল্যে কমপ্লিট ফুটবলার। মোহন জনতার হার্টথ্রব দিমি। আগের বছর আইএসএল, গত বছর ডুরান্ড কাপ এবং লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবারও উল্লেখযোগ্য ভূমিকা নিতে তৈরি দিমিত্রি। আরও দু'বছর সবুজ মেরুন জার্সিতে খেলার সুযোগ পেয়ে খুশি অজি বিশ্বকাপার। 

অস্ট্রেলীয় সতীর্থ জেমি ম্যাকলারেনের সঙ্গে জুটি বেঁধে খেলেছেন। এবার ভারতীয় ফুটবলেও জুটি হিসেবে ফুল ফোটাতে চান অজি তারকা। দিমিত্রি বলেন, 'মোহনবাগান আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। দলকে আরও ট্রফি দেওয়ার চেষ্টা করব। গতবারের তুলনায় এবার আমাদের দল আরও শক্তিশালী। আমার দীর্ঘদিনের বন্ধু জেমি ম্যাকলারেন দলে যোগ দিয়েছে। আমরা একসঙ্গে বহু ম্যাচ খেলেছি। সফলও হয়েছি। ভারতেও এই ধারা বজায় রাখতে চাই। গ্রেগ স্টুয়ার্ট, টম অ্যালড্রেড, আলবার্তো রডরিগেজ, আপুইয়ার মতো ফুটবলাররা যোগ দেওয়ায় দলের শক্তি অনেক বেড়েছে। যার ফলে আমাদের ট্রফি জেতার চ্যালেঞ্জও বেড়েছে। আশা করছি গতবারের মতো দলগত ফুটবল খেলে আমরা সফল হব। সমর্থকদের আবেগ আমাদের অনুপ্রেরণা। এবারও আমাদের পাশে থাকুন।' মোহনবাগানের সিনিয়র দলের অনুশীলন শুরু হয়ে গেলেও এখনও যোগ দেননি দিমিত্রি। একটি পারিবারিক অনুষ্ঠান শেষ করে আগামী সপ্তাহেই শহরে চলে আসবেন দিমি।