আজকাল ওয়েবডেস্ক: সাত মাসেই ঘরছাড়া। ঘরের ছেলে বলে পরিচিত জাবি আলোন্সোর রিয়াল অধ্যায় শেষ হয়ে গেল।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হার হজম করার পর তাঁকে বরখাস্ত করে রিয়াল মাদ্রিদ।
অনেক প্রত্যাশা নিয়ে তিনি রিয়ালে এসেছিলেন। কিন্তু নিজের পুরনো ক্লাবকে প্রত্যাশিত ফলাফল দিতে পারলেন না ঘরের ছেলে অ্যালোন্সো। তাঁকে যে সরতে হবে, এমন দেওয়াললিখন ছিলই। বার্সার কাছে হারের পরে অ্যালোন্সো বিদায় হয়ে গেল রিয়ালে।
কার্লো অ্যানচেলোত্তি চলে যাওয়ার পরে গত বছরের জুনে তিনি রিয়ালের রিমোট কন্ট্রোল হাতে তুলে নিয়েছিলেন। রিয়ালের আগে জার্মানির ক্লাব বায়ার লেভারকুসেনকে সাফল্য এনে দিয়েছিলেন তিনি। সেই কারণেই তাঁকে রিয়ালে আনা। কিন্তু ব্যর্থ হয়েই চলে যেতে হল অ্যালোন্সোকে।
লা লিগায় রিয়াল এখন দ্বিতীয় স্থানে। বার্সা সবার উপরে। রিয়াল চার পয়েন্ট পিছনে রয়েছে।
বার্সার কাছে হারের পর গ্যালারি থেকে ভেসে এসেছিল সমর্থকদের কটাক্ষ, ''ওকে বরখাস্ত কর।''
রিয়াল মাদ্রিদের তরফে বলা হয়েছে, পারস্পরিক সমঝোতার মাধ্যমে অ্যালোন্সোকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর অধীনে রিয়াল ৩৪টির মধ্যে ২৪টিতে জিতেছে।
অ্যালোন্সোর ছেড়ে যাওয়া চেয়ারে এবার বসবেন আলভারো আরবেলোয়া। তিনি নতুন কোচ। আরবেলোয়া নিজেও রিয়ালেরই খেলোয়াড় ছিলেন। ২০১৭ সালে তিনি অবসর নেন। কোচিং শুরু করেন ২০২০ সাল থেকে। রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমির কোচ ছিলেন। রিয়ালের হয়ে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত তিনি খেলেছেন রিয়ালে।
