আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানালেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। তার পরিবর্তে জাতীয় দলের খেলা শ্রীলঙ্কা, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরশাহিতে দেওয়া হলে তারা খুশি। কোনও অবস্থাতেই বাংলাদেশ আপোষের রাস্তায় হাঁটবে না বলে জানিয়েছেন নজরুল।
মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক চলছেই। তার জের পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে খেলতে আসা নিয়ে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা সে দেশের সাংবাদিকদের জানিয়েছিলেন, আইসিসি-র নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো চিঠিতে তিনটি কারণের কথা বলা হয়েছে, যেগুলোর জন্য নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে বাংলাদেশের। তার মধ্যে একটি কারণ মুস্তাফিজুরকে নিয়ে। বাংলাদেশের তারকা বাঁ হাতি পেসার দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সমস্যা বাড়তে পারে।
তিনি আরও জানান বর্তমান অবস্থায় ভারতের মাটিতে বাংলাদেশের দল পাঠানোর কোনও যৌক্তিকতা নেই। আইসিসি-কে একহাত নিয়ে আসিফ নজরুল বলেছেন, ''আমরা বিশ্বাস করি যে ক্রিকেট খেলাটার উপর কারও একচেটিয়া অধিকার থাকা উচিত নয়। কোনও খেলা বা টুর্নামেন্টের ভাগ্য কেবল বাজার ব্যবস্থার ভিত্তিতে নির্ধারিত হতে পারে না। যদি আইসিসি সত্যিই একটি বিশ্বব্যাপী সংস্থা হয় এবং আইসিসি যদি কেবল ভারতের নির্দেশ অনুসরণ না করে, তাহলে শ্রীলঙ্কার মাটিতে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। আমরা এই বিষয়ে কোনও আপোষ করব না।''
বাংলাদেশের জন্য ভারতের অন্য দুটো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে আইসিসি। এই প্রেক্ষিতে নজরুল বলেন, ''দু'টি ভেন্যুর প্রস্তাব দেওয়া হচ্ছে এবং দুটোই ভারতে। ভারত মানে ভারত। আমরা ভারতের কথা বলছি। আমরা কলকাতার কথা উল্লেখ করেছি। শ্রীলঙ্কায় ম্যাচ দেওয়া হলেও কোনও সমস্যা নেই। আমি জানি না এটা সত্যি কিনা যে পাকিস্তান আমাদের ম্যাচগুলি আয়োজন করতে চায়। পাকিস্তানে আয়োজন করলেও সমস্যা হবে না। সংযুক্ত আরব আমিরশাহিতে ম্যাচ ফেললে সমস্যা হবে না।''
মুস্তাফিজুর-বিতর্ক দিয়ে শুরু হয়ছিল।এখন তা আরও বড় আকার ধারণ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনের জন্য নাছোড় মনোভাব নিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।
