আজকাল ওয়েবডেস্ক:‌ মোহনবাগান জানিয়ে দিয়েছিল আগেই। কিন্তু আইএফএ রাজি হয়নি। তবে মোহনবাগানও কলকাতা লিগে দল নামাল না। বুধবার নৈহাটি স্টেডিয়ামে মেসারার্সের বিরুদ্ধে খেলা ছিল মোহনবাগানের। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষ আইএফএ’‌কে আগেই জানিয়ে দিয়েছিল, কলকাতা লিগের অনেক ফুটবলারকেই ডুরান্ড কাপের জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে। তাই ডুরান্ড কাপ শেষ না হওয়া অবধি তারা কলকাতা লিগে খেলবে না। কিন্তু মোহনবাগানের এই দাবি মানেনি আইএফএ। তবে মোহনবাগানও বুধবার নৈহাটিতে কলকাতা লিগের ম্যাচ খেলতে নামল না। এর জন্য অবশ্য শাস্তি হতে পারে মোহনবাগানের।


ডুরান্ড কাপ শেষ না হলে কলকাতা লিগ খেলা সম্ভব নয়। মেসারার্সের বিরুদ্ধে খেলতে নামার দু’‌দিন আগে আইএফএকে জানিয়ে দেয় মোহনবাগান। ক্লাব সূত্রে জানা গিয়েছে, কলকাতা লিগে মোহনবাগানের যা স্কোয়াড রয়েছে, সেখানকার ১৬ জন সদস্য ডুরান্ড কাপে রেজিস্টার্ড রয়েছেন। অর্থাৎ একসঙ্গে দুই লিগে খেলছেন একাধিক ফুটবলার। ফলে বিশ্রাম পাচ্ছেন না তাঁরা। মোহনবাগানের বক্তব্য ছিল, খুব বেশি হলে ডুরান্ডে আর মাত্র তিনটি ম্যাচ খেলতে হতে পারে। সেই ম্যাচগুলি শেষ হলেই কলকাতা লিগে নামবে দল।

 

আরও পড়ুন:‌ ডার্বির টিকিট মিলবে কবে থেকে?‌ দামই বা কত?‌ জেনে নিন দ্রুত


কিন্তু আইএফএ সবুজ–মেরুনের সেই দাবি মানতে চায়নি। রাজ্য ফুটবল সংস্থা জানিয়ে দিয়েছিল বুধবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ম্যাচের আয়োজনের প্রস্তুতি থাকবে। মোহনবাগান যদি সেই ম্যাচ খেলতে না যায়, তাহলে লিগ কমিটির বৈঠক ডাকা হবে। তারপর কমিটি সিদ্ধান্ত নেবে মেসারার্সকে ওয়াক ওভার দেওয়া হবে কিনা। আইএফএ এটা স্পষ্ট করে দিয়েছে, কোনওভাবেই ম্যাচ পিছনো সম্ভব নয়। 


যদিও শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই অটল থাকল মোহনবাগান। বুধবার টিম লিস্ট জমা দিয়ে মাঠে নেমে ওয়ার্ম আপ শুরু করে মেসারার্স। কিন্তু মাঠে নামেনি মোহনবাগান।

প্রসঙ্গত, ৮ আগস্ট আইএফএকে চিঠি দেন দলের সিইও বিনয় চোপড়া। সেই চিঠিতেই ডুরান্ড চলাকালীন কলকাতা লিগের কোনও ম্যাচ না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করেনি আইএফএ। অনুরোধের তোয়াক্কা না করেই বুধবার ম্যাচ রাখা হয়। প্রথমে এই ম্যাচ হওয়ার কথা ছিল মোহনবাগান মাঠে। কিন্তু ব্রডকাস্ট ব্যবস্থা সম্পূর্ণ না হওয়ায়, ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় নৈহাটিতে। সোমবার রাতে আইএফএকে চিঠি দিয়ে মোহনবাগান কর্তৃপক্ষ জানিয়ে দেয়, বুধবার কলকাতা লিগের ম্যাচ খেলবে না তাঁরা। এরপর মঙ্গলবার আইএফএ জানায় ম্যাচ কোনও মতেই পিছনো সম্ভব নয়। এরপর নিজেদের সিদ্ধান্তে অটল থাকল মোহনবাগান। 

 

আরও পড়ুন:‌ রবিবার ডার্বি, ডুরান্ড কোয়ার্টার ফাইনালের সূচি নিয়ে চূড়ান্ত নাটক

এদিকে, রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। যুবভারতীতে খেলা শুরু হবে সন্ধে সাতটায়। কলকাতার দুই প্রধানই নিজেদের গ্রুপের সব ম্যাচ জিতে কোয়ার্টারে উঠেছে। গ্রুপে দ্বিতীয় সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কলকাতার আরেক দল ডায়মন্ড হারবার এফসিও। রবিবার বিকেল চারটেয় তৃতীয় কোয়ার্টার ফাইনালে তারা খেলবে জামশেদপুর এফসি’‌র বিরুদ্ধে। খেলা হবে জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সে।