আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ শেষ হয়েও হল না শেষ। মহসিন নকভিকে নিয়ে চলছে আলোচনা। পাকিস্তানে তিনি বীরের মর্যাদা পাচ্ছেন। ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও নকভি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে ট্রফি তুলে দেননি। বরং ভারতের ট্রফি এবং মেডেল নিয়ে চলে যান। যা নিয়ে তীব্র আলোচনা হয়।
নকভিকে নিয়ে ভারতীয়দের মনে যতই অসন্তোষ থাকুক না কেন, নিজের দেশে তিনি এখন বীরের সম্মান পাচ্ছেন। ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাকে। 'নৈতিক ও সাহসী’ পদক্ষেপের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন মহসিন নকভি।
এশিয়া কাপ নিয়ে বিতর্কের পর বিতর্ক হয়েছে। ভারত-পাক প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবরা হাত মেলাননি সলমন আলি আঘাদের সঙ্গে।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতির জন্য রোহিত-কোহলিকে বিরাট পরামর্শ অশ্বিনের, কী বললেন প্রাক্তন স্পিনার? ...
ফাইনালের আগে ট্রফি শুটে আসেননি ভারত অধিনায়কও। ফাইনালে টসের সময়ে দু'জন সঞ্চালক ছিলেন। একজন পাকিস্তানের, একজন ভারতের।
ফাইনালের পরে ট্রফি নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেটাররা ঘণ্টা খানেকের মতো অপেক্ষায় ছিলেন। এদিকে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেন। সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক। 
 
 এদিকে এশিয়া কাপ বিতর্কের পরে নকভি উপস্থিত হয়েছিলেন পাক স্পিনার আবরার আহমেদের বিয়েতে।  সেখানে উপস্থিত অতিথিরা ঘিরে ধরেন নকভিকে। এশিয়া কাপের বিষয়ে প্রশ্ন করেন তাঁকে। এক সাংবাদিক প্রশ্ন করে বসেন নকভিকে, ''এশিয়া কাপ ট্রফির ভবিষ্যৎ কী?''
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে,  পাক পেসার শাহিন আফ্রিদি পিসিবি প্রধান নকভিকে গাড়িতে তুলে দিচ্ছেন। 
 
 বিসিসিআই বলছে, এসিসি প্রেসিডেন্ট নকভি ট্রফি চুরি করেছেন। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলছেন, ''আমরা নকভির হাত থেকে ট্রফি নেব না আগেই ঠিক করেছিলাম। তার মানে এটা নয় যে উনি ট্রফি নিয়ে পালিয়ে যাবেন। আশা করি দ্রুত ট্রফি আর মেডেলগুলো ভারতে ফিরিয়ে দেওয়া হবে।'' সাইকিয়া জানিয়েছেন, ''নভেম্বরে আইসিসির কনফারেন্স। সেখানে এসিসি সভাপতির বিরুদ্ধে আমরা কঠোর অভিযোগ জানাব।'' 
এদিকে রাজীব শুক্লের সঙ্গে মহসিন নকভির সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। নকভির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন শুক্লা। পাল্টা নকভিও ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দু’জনের ঝগড়ার ফলে পরিস্থিতি উত্তপ্ত হলেও কাজের কাজ কিছু হয়নি।
আরও পড়ুন: টিফো কাড়ল পুলিশ, গো ব্যাক স্লোগানের মধ্যেই রবসন ম্যাজিক, পাঁচ গোলে শিল্ড শুরু মোহনবাগানের
