আজকাল ওয়েবডেস্ক: একদিন রুটি বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছিলেন তিনি। অভাবের ঘর ছিল তাঁদের। তাঁর বাবা অটোরিকশা চালিয়ে সংসার টানতেন। তিনি তখন ছোট। পড়ায় মন নেই। খেলতে ভালবাসতেনতাঁর মা বলতেন, "পড়ায় মন দে। পরে কিন্তু আমাদের দোষ দিতে পারবি না। বলতে পারবি না যে তোর দাদার দিকেই আমরা নজর দিয়েছি বেশি।"তিনি শুনতেনই না মায়ের কথা। বলতেন, "আমাকে নিয়ে চিন্তা করো না।"

যাঁর কথা বলা হচ্ছে, তিনি মহম্মদ সিরাজ। তাঁকে অসংখ্যবার ট্রোলিংয়ের সামনে পড়তে হয়েছে। সেই অভিজ্ঞতার কথা শেয়ার করছেন ডান হাতি পেসার। বাবার পেশার কথা টেনে তাঁকে ট্রোলড হতে হয়েছিল। প্রথম প্রথম বিচলিত হতেন তারকা পেসার। কিন্তু মহেন্দ্র সিং ধোনির পরামর্শে বদলে যান সিরাজ। ক্যাপ্টেন কুলের পরামর্শ নিয়ে তিনি এগিয়ে চলেছেন।

আরও পড়ুন: গত এক মাসে চারবার, কোজাগরী লক্ষ্মীপুজোর আগেই বিশ্বকাপে পাকিস্তান বধ সেরে ফেললেন ভারতের লক্ষ্মীরা...

ধোনি পরামর্শ দিয়ে সিরাজকে বলেছিলেন, ''কারও কথা শুনবি না। কথা শুনে বিচলিতও হবি না। ভাল যখন করবি, তখন গোটা দুনিয়া তোর সঙ্গে থাকবে। আর যখন ভাল করবি না, তখন গোটা দুনিয়া তোকে গালাগালি দেবে''

নিজের অভিজ্ঞতা শেয়ার করে সিরাজ বলছেন, ''ট্রোলিং খুব খারাপ। ভাল পারফরম্যান্স করলে সবাই বলবে, সিরাজের মতো বোলার হয় নাকি। পরের ম্যাচে ভাল পারফরম্যান্স তুলে ধরতে না পারলেই লোকে বলতে শুরু করবে, আরে এ কী বোলার! বাবার সঙ্গে গিয়ে অটো চালা'' হায়দরাবাদের রাস্তায় রাস্তায় অটো নিয়ে ঘুরতেন সিরাজের বাবা। পরিবারের মাথার ছাদ ছিলেন তিনি। একার হাতে সংসার টানতেন।

পয়সার জন্য একদিন ক্যাটারিং করেছেন সিরাজ। ক্রিকেট খেলে একবার পাঁচশো টাকা রোজগার করেছিলেন। সিরাজ ক্রিকেটার হওয়ার পরে তাঁর বাবা একবার বলেছিলেন, ''সিরাজ আমাকে আর অটো চালাতে দেয় না।'' সিরাজ নিজেও কোনওদিন ভাবেননি বাবার পেশা নিয়ে কেউ কখনও কটাক্ষ করতে পারে! তিনি খারাপ পারফরম্যান্স করলেই সবাই তাঁকে বলতেন, "অটো রিকশাওয়ালার ছেলে...।"  অনেকেই জানেন না, প্রতিদিন অনুশীলনে যাওয়ার সময়ে তাঁর বাবা সত্তর টাকা করে দিতেন। ওই সত্তর টাকা না পেলে আজ সিরাজ ভারতের বোলিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠতেন না। 

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় সেশন‌ চলছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম সেশনেই ধরাশায়ী ক্যারিবিয়ানরা।‌ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোস্টন চেজ। কিন্তু শুরুতেই ধাক্কা খায়। ২৫ ওভারের শেষে ৫ উইকেটে ৯৫ রান ক্যারিবিয়ানদের। ইংল্যান্ডে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম সেশনে তিন উইকেট তুলে নেন তারকা পেসার। চলতি বছর টেস্টে ৩০ উইকেট সংগ্রহ করে ফেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দেশগুলোর মধ্যে প্রথম বোলার হিসেবে এই নজির গড়লেন সিরাজ। ছাপিয়ে গেলেন মিচেল স্টার্ককে। ক্যালেন্ডার বছরে অস্ট্রেলিয়ান‌ তারকার ২৯ উইকেট। 

আরও পড়ুন: 'পাগল' অজুহাতে রোহিতকে ক্যাপ্টেন হিসেবে বাতিল করা হয়েছিল, অজানা গল্প শোনালেন হিটম্যানের সতীর্থ