আজকাল ওয়েবডেস্ক: ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় সেশন‌ চলছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম সেশনেই ধরাশায়ী ক্যারিবিয়ানরা।‌ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোস্টন চেজ। কিন্তু শুরুতেই ধাক্কা খায়। ২৫ ওভারের শেষে ৫ উইকেটে ৯৫ রান ক্যারিবিয়ানদের। ইংল্যান্ডে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম সেশনে তিন উইকেট তুলে নেন তারকা পেসার। চলতি বছর টেস্টে ৩০ উইকেট সংগ্রহ করে ফেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দেশগুলোর মধ্যে প্রথম বোলার হিসেবে এই নজির গড়লেন সিরাজ। ছাপিয়ে গেলেন মিচেল স্টার্ককে। ক্যালেন্ডার বছরে অস্ট্রেলিয়ান‌ তারকার ২৯ উইকেট ছিল। 

সাই হোপের উইকেট দিয়ে প্রথম সেশনের খেলা শেষ হয়। শুরুতেই চার উইকেট হারানোর পর চেজ এবং হোপের পার্টনারশিপের ওপর নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রায় এক ঘণ্টার পরিশ্রম বৃথা। নিজের দ্বিতীয় ওভারেই হোপকে বোল্ড করেন কুলদীপ। একটি করে উইকেটে নেন যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব। গিলের ডিআরএস মাস্টারস্ট্রাক বুমরাকে উইকেট পেতে সাহায্য করে। দীর্ঘদিন পর টেস্ট দলে প্রত্যাবর্তন করেই উইকেট পান কুলদীপ। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট শুভমন গিলের। ইংল্যান্ডে অধিনায়ক হিসেবে লাল বলের ক্রিকেটে হাতেখড়ি হয় গিলের। প্রথম সিরিজেই নজর কাড়েন। ব্যাট হাতেও সফল। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১২ রানে প্রথম উইকেট খোয়ায় ক্যারিবিয়ানরা। 

রান পায়নি দুই ওপেনার জন ক্যাম্পবেল (৮) এবং তেজনারিন চন্দ্রপাল (০)। খাতাই খুলতে পারেনি চন্দ্রপালের ছেলে। ব্যর্থ মিডল অর্ডারও। অ্যালিক আথানেজ (১২) এবং ব্র্যান্ডন‌ কিংও (১৩) রান পায়নি। প্রথম সেশনেই ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪২ রানে ৪ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। পঞ্চম উইকেটে ৪৮ রান যোগ করে রোস্টান‌ চেজ এবং সাই হোপ। এই জুটিতে প্রত্যাবর্তনের আশায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ২৪ রানে আউট হন ক্যারিবিয়ান অধিনায়ক। ২৬ রানে বোল্ড হন হোপ। ১০৫ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চার উইকেট নেন মহম্মদ সিরাজ। ড্রিঙ্কসে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১৪৩। কিন্তু তার পরপরই সপ্তম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ১৫০। একাই লড়ছেন গ্রিভস। ৩২ রানে অপরাজিত।