আজকাল ওয়েবডেস্ক: পঞ্চম টেস্টে জ্যাক ক্রলিকে মহম্মদ সিরাজের বল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। শুভমন গিল বাউন্সারের জন্য ফিল্ড সাজান। কিন্তু নিখুঁত স্লো ইয়র্কার দিয়ে ইংল্যান্ডের ওপেনারকে অবাক করে দেন সিরাজ। অনেকেই এই বলকে 'সিরিজের সেরা বল' এর অ্যাখ্যা দেয়। কিন্তু এই বলকে 'বল অফ দ্য সিরিজ' হিসেবে বেছে নেননি শচীন তেন্ডুলকর। পাঁচ ম্যাচের সিরিজে অন্য একজন পেসারের আরও একটি বলকে সিরিজের সেরা বলের অ্যাখ্যা দিলেন মাস্টার ব্লাস্টার। মহম্মদ সিরাজকে টেক্কা দিলেন আকাশ দীপ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে জো রুটকে করা বাংলার পেসারের বলকেই সেরা বাছলেন।
একটি ভিডিও সাক্ষাৎকারে শচীন বলেন, 'আকাশ দীপ যে বলটা জো রুটকে করেছিল, আমার কাছে সেটাই সিরিজের সেরা বল। এটাই দ্বিতীয় টেস্টের টার্নিং পয়েন্ট। আমার মনে হয়েছে, সেই মুহূর্ত থেকেই প্রত্যাবর্তন হয়েছে। জো রুট বিশ্রীভাবে আউট হয়। অবিশ্বাস্য বল। অফ দ্য পিচ দেরীতে মুভমেন্ট হয়। যে এত ভাল ফর্মে আছে, এত রান করেছে, তাঁকে এইভাবে আউট করা সহজ নয়। তাই আমার কাছে এটাই সিরিজের সেরা বল। কারণ কঠিন পরিস্থিতিতে আকাশ দীপ বলটা করেছিল।' তবে অনেকেই শচীনের সঙ্গে সায় দেয়নি। তাঁদের মনে হয়েছে, সিরাজকে বঞ্চিত করা হল। জ্যাক ক্রলিকে করা বলকে বেছে নেয় অনেকেই।
প্রসঙ্গত, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বুমরাকে তিনটে টেস্টে খেলানো হয়। সেখানে পাঁচটি টেস্টই খেলেন সিরাজ। ২৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তিনিই। চতুর্দিকে প্রশংসায় ছয়লাপ। ভারতের পাশাপাশি বাদ নেই ইংল্যান্ডের ক্রিকেটাররাও। মন্টি পানেসার মনে করেন, বুমরার পাশাপাশি টিম ইন্ডিয়ার জন্য সমান গুরুত্বপূর্ণ সিরাজ। এমনকী আরও একধাপ এগিয়ে দাবি করেন, বিশ্বের একনম্বর বোলারকে ছাড়াও টেস্ট জেতার ক্ষমতা রয়েছে ভারতের। পানেসার বলেন, 'ইংল্যান্ড সিরিজ থেকে শুভমনের সবচেয়ে বড় পাওনা, বুমরাকে ছাড়া দুটো টেস্ট জেতা। এটা বড় বিষয়। বর্তমানে বিশ্বের সেরা বোলার। কিন্তু তাঁকে আর দরকার নেই। আমার মনে হয়, ভারত বুমরাকে ছাড়া টেস্ট জেতার ক্ষমতা রাখে।'
ইংল্যান্ডের প্রাক্তন তারকা মনে করেন, ঘরের মাঠে টেস্টে খেলানো উচিত নয় তারকা পেসারকে। এটাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সেরা উপায়। পানেসার বলেন, 'আমার মতে, বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলা উচিত বুমরার। বরং, ঘরের মাঠে টেস্টে ওকে খেলানো উচিত না। ঘরের মাঠে ওকে ছাড়া যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে ভারত। বিদেশের মাঠে ও এক্স ফ্যাক্টর। ম্যানেজমেন্ট জানিয়ে দিতে পারে, ঘরের মাঠে টেস্টে ওকে আর প্রয়োজন নেই। তবে অ্যাওয়ে টেস্টে দরকার।' প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিং সিরাজের ওয়ার্কলোড নিয়ে চিন্তিত। তিনি মনে করেন, বুমরার মতো তাঁকেও এবার থেকে সযত্নে রাখা উচিত ভারতীয় টিম ম্যানেজমেন্টের। বর্তমানে সিরাজের ফিটনেস লেভেল ভাল। কিন্তু একটানা খেললে পেসারদের চোট পাওয়ার প্রবণতা বাড়ে। সেদিকে এখন থেকেই নজর না দিলে ভবিষ্যতে একই বিপদে পড়তে হতে পারে।
