আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তান ক্রিকেট দলের জন্য একটি হতাশাজনক রাত ছিল, কারণ ভারত তাঁদের ছয় উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় শেষ করে দিয়েছে। ম্যাচে পাকিস্তান ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন ক্ষেত্রেই ভারতের কাছে নতিস্বীকার করেছে। কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে দাঁড়িয়ে লছে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের 'তাসবীহ' নিয়ে প্রার্থনার দৃশ্য। ম্যাচের ভাগ্য পরিবর্তনের আশায় ঈশ্বরের কাছে প্রার্থনা করলেও তা কাজে আসেনি, বরং রিজওয়ানকে সেই দৃশ্যের জন্য সামাজিকমাধ্যমে ব্যঙ্গ করেছে নেটিজেনরা। ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এই ঘটনায় মশকরার সুরে বলেছেন, "রোহিত শর্মাও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছেন।"
এই পরাজয়ের ফলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। দুই ম্যাচে টানা হারের পর, এখন পাকিস্তানের সামনে একটি মাত্র ম্যাচ রয়েছে বাংলাদেশের বিপক্ষে। তবে সেমিফাইনালে উঠতে হলে তাঁদের বিশাল ব্যবধানে জিততে হবে এবং অন্যান্য ম্যাচের ফলাফলও তাঁদের পক্ষে যেতে হবে। অন্যদিকে, ভারতের সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত, তাঁরা তাঁদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
