আজকাল ওয়েবডেস্ক: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মহম্মদ রিজওয়ানের নেতৃত্ব পছন্দ হয়নি প্রাক্তন পাক ক্রিকেটার আহমেদ শেহজাদের। পাক অধিনায়কের নেতৃত্বের কড়া সমালোচনা করেন তিনি। আহমেদ শেহজাদের মতে, রিজওয়ানের সিদ্ধান্ত ছিল শিশুর মতো। 

করাচিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি পাকিস্তান। আগে ব্যাটিং করে ২৪২ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে  ২৮ বল আগে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। 

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করে রেকর্ড গড়েছিল পাকিস্তান। কিউয়িদের বিরুদ্ধেও রান তাড়া করতে পারত রিজওয়ানের দল। কিন্তু টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

রিজওয়ানের এহেন সিদ্ধান্তেই যত আপত্তি শেহজাদের। তিনি বলেন, ''টস জিতে প্রথমে ব্যাটিং করা অবিশ্বাস্য সিদ্ধান্ত ছিল। বিশেষ করে আগের ম্যাচে দেখা গিয়েছে রাতে ব্যাটিংয়ের জন্য পিচ সহায়ক হয়ে ওঠে। স্পিনাররা বল গ্রিপ করতে সমস্যায় পড়ে। তার পরেও প্রথমে কেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।'' 

রিজওয়ানের দল নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন শেহজাদ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই হারকে পাক অধিনায়কের নির্বুদ্ধিতা বলেই উল্লেখ করেন শেহজাদ। তিনি বলেন, ''ফাইনালে শিশুদের মতো সিদ্ধান্ত নিলে এবং ভুল করলে তার খেসারত তো দিতেই হবে।''