আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেট খেলার দরকারই নেই বিরাট কোহলির। ভারতের প্রাক্তন তারকা মহম্মদ কাইফ একথা বলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছে ২৪০ রান। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করেন কোহলি। 

তৃতীয় ওয়ানডে ম্যাচে কোহলি ১০৮ বলে ১২৪ রানের ইনিংস খেলেন। তবুও তিনি ভারতকে জেতাতে পারেননি। মহম্মদ কাইফ ইউটিউব চ্যানেলে বলেছেন, ''বিরাট কোহলিকে এখন সচরাচর দেখা যায়। কোহলি আসে, রান করে এবং তারপরে আবার লন্ডনে ফিরে যায়। নিয়মিত না খেলেও ধারাবাহিক ভাবে রান করা সম্ভব নয়। কিন্তু প্যাশন, ফিটনেস এবং দেশের হয়ে খেলার জন্য গর্বে গরিয়ান, খেলাটার প্রতি তাঁর জ্ঞান এবং প্রস্তুতি কোহলিকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। এটা বারংবার প্রমাণ করেছে কোহলি।''

কোহলি-রোহিত এখন একটি ফরম্যাটেই খেলছেন। বিসিসিআই থেকে বলা হয়েছে তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। কাইফ কিন্তু মনে করেন কোহলির ঘরোয়া ক্রিকেট খেলার কোনও প্রয়োজনই নেই। কাইফ বলছেন, ''ঘরোয়া ক্রিকেট খেলার কোনও দরকারই নেই কোহলির। সবাই ম্যাচ প্র্যাকটিস করতেই পারে। কিন্তু যে প্যাশন এখনও ওর মধ্যে রয়েছে তা মার্কেটে পাওয়া যায় না। এটা কোথা থেকে পাওয়া সম্ভব? শেষ ম্যাচেও আশার আলো জ্বালিয়েছিল কোহলি। ওর সামনে দাঁড়ানো দশ জন খেলোয়াড়ের বিরুদ্ধে জিততে পারে বিরাট।'' 

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত দুটি ওয়ানডেতে খাতা না খুলেই ফিরতে হয়েছিল কোহলিকে। কিন্তু সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচে কোহলি রানে ফেরেন। তার পর থেকেই চলেছে বিরাট রাজ। শেষ সাতটি ইনিংসে কোহলি ৬১৬ রান করেছেন। তার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং তিনটি পঞ্চাশ। 

তাঁর ব্যাট কথা বলতে শুরু করায় কোহলি চার বছর পরে ফের আইসিসি-র ক্রমতালিকায় এক নম্বরে ফিরে এসেছিলেন। কিন্তু একসপ্তাহের মধ্যেই কিং কোহলিকে সরিয়ে ওয়ানডে ক্রিকেট একনম্বর স্থান দখল করে নেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। 

ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ড্যারিল মিচেলের ব্যাট কথা বলেছে।