আজকাল ওয়েবডেস্ক: আর ঠিক এক ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সরকারি ভাবে সই করতে চলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল।

অস্কার ব্রজোঁর প্রাক্তন ছাত্র তিনি। বসুন্ধরা কিংসে পায়ের কাজ দেখিয়ে বাংলাদেশকে মোহিত করেছেন তিনি। সেই মিগুয়েল আর এক ঘণ্টার মধ্যেই সরকারি ভাবে ইস্টবেঙ্গলের খেলোয়াড় হতে চলেছেন।

তার আগে তিনি বসুন্ধরা কিংসের ফেলে আসা দিনগুলোর স্মৃতিরোমন্থন করলেন সোশ্যাল মিডিয়ায়। 

ঘনিষ্ঠ সূত্রের খবর, ইস্টবেঙ্গল কোচ অস্কারের তালিকায় একদম উপরের দিকেই ছিলেন প্রাক্তন 'শিষ্য' মিগুয়েল। লাল-হলুদের মাঝমাঠ সামলানোর জন্য লাল-হলুদের স্প্যানিশ কোচ ব্রাজিলীয় মিগুয়েল ছাড়া অন্য কারওর কথা ভাবেননি বলেই সূত্রের খবর। তাঁর বাঁ পা ক্ষুরধার। দারুণ পাসার। সেই সঙ্গে গোল করতেও দক্ষ। 

স্ত্রীর শারীরিক সমস্যার  কারণ দেখিয়ে মিগুয়েল অনেক আগেই বাংলাদেশ ছেড়েছেন। মিগুয়েলের এক ঘনিষ্ঠ সূত্রের মতে, বসুন্ধরার কাছ থেকে  স্যালারি না পাওয়াতেই মিগুয়েল ক্লাব ছেড়ে পাড়ি দিয়েছেন ব্রাজিলে। বসুন্ধরা অধ্যায় অতীত মিগুয়েলের কাছে। গুরু-শিষ্যের যুগলবন্দি দেখতে চলেছে ইস্টবেঙ্গল। কথায় বলে মঙ্গলে ঊষা, বুধে পা। মঙ্গলেই লাল-হলুদে সই করছেন ব্রাজিলীয় মিডফিল্ডার।