আজকাল ওয়েবডেস্ক:‌ ক্রিকেটে ফের নতুন শট দেখা গেল। এটা ঘটনা টি২০ ক্রিকেট চালু হওয়ার পর নিত্য নতুন শটের উদ্ভাবন হয়েছে। এবার ফের একটি নতুন শট দেখা গেল টি২০ ক্রিকেটে। ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে দ্রুত রান তুলতে নানা রকম শট মারেন ব্যাটাররা। যেমন মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট। তেমনই অভিনব একটি শট দেখা গেল কাউন্টি ক্রিকেটে। মিডলসেক্সের ব্যাটার লুক হলম্যানের উদ্ভাবন করা নতুন শটের কী নাম হওয়া উচিত, তা নিয়ে শুরু হয়েছে রীতিমতো চর্চা। 


বোলার ছিলেন সারের অধিনায়ক স্যাম কারেন। হলম্যান স্কুপ মারার জন্য উইকেটের মুখোমুখি দাঁড়িয়ে তৈরি হন। প্রতিপক্ষ ব্যাটারের পরিকল্পনা ধরে ফেলে বলের গতি কমিয়ে দেন কারেন। তা দেখে দ্রুত গ্রিপ পরিবর্তন করেন হলম্যান। খানিকটা পুলের মতো করে পিছন দিকে শট মারেন। শটটি মারার সময় হলম্যান আবার খানিকটা পয়েন্টের দিকে ঘুরে গিয়েছিলেন। বল মাটিতে পড়ে ওঠার পর উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে তুলে দেন। তাতেও বাউন্ডারি হয়। শটটা অনেকটা ভারতীয় ছবি ‘‌লগান’‌ এর মতো। ওই ছবিতেও এরকম শট মারতে দেখা গিয়েছিল।


মিডলসেক্সের বাঁহাতি ব্যাটারের অদ্ভুত শট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মিডলসেক্স কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে লিখেছে, ‘হলম্যান, তুমি এ রকম করতে পার না।’ সঙ্গে দিয়েছে হাসির ইমোজি। শটটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকে বলছেন, নতুন এই শটের নাম হওয়া উচিত রিভার্স সুইচ পুল। কেউ কেউ বলছেন নাম হোক রিভার্স সুইচ স্ল্যাপ। আবার অনেকে বলছেন, এই শটের নাম হোক লগান শট। 


যদিও হলম্যানের উদ্ভাবন করা শটও ২০ ওভারের ম্যাচটি জেতাতে পারেনি মিডলসেক্সকে। সারের কাছে ৮ রানে হেরে গিয়েছে তারা। প্রথমে ব্যাট করে সারে করেছিল ৯ উইকেটে ১৮৯। জবাবে মিডলসেক্সের ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৮১ রানে।

 

আরও পড়ুন:‌ সিরাজের ওয়ার্কলোড নিয়েও এবার চিন্তা শুরু করল টিম ম্যানেজমেন্ট 


প্রসঙ্গত, এর আগে বিশ্ব ক্রিকেটে অনেক তাবড় তাবড় ব্যাটারদের অদ্ভুত অদ্ভুত শট মারতে দেখা গেছে। যেমন কেভিন পিটারসেন মেরেছেন। বীরেন্দ্র শেহবাগ মেরেছেন। মহেন্দ্র সিং ধোনি মেরেছেন। হার্দিক পাণ্ডিয়াকেও মারতে দেখা গেছে। তিলকরত্নে দিলশান মেরেছেন। আরও অনেক তাবড় তাবড় ব্যাটাররা নিত্য নতুন শট মেরেছেন। এবার মারলেন হলম্যান। যার নাম হয়ে গেল ‘‌লগান’‌ শট। 

প্রসঙ্গত, ২০০১ সালে লগান ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিতে আমির খান প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি প্রযোজনাও করেছিলেন। আর ছবিটি পরিচালনা করেন আশুতোষ গোয়ারিকর। 


‘‌লগান’‌ মকুব নিয়ে ওই ছবিতে একটি ক্রিকেট ম্যাচ দেখানো হয়েছিল। ওই ছবিতেই দেখা গিয়েছিল অদ্ভুত শটটি। ম্যাচটি শেষ অবধি জিতেছিল আমির খানের দল। ফলে শর্ত অনুযায়ী তিন বছরের লগান মকুব করা হয়েছিল। ছবিটি অস্কার পুরস্কারের জন্যও মনোনয়ন পেয়েছিল। সেই ছবির শটই এবার বাস্তবে মারলেন লুক হলম্যান। একদম ‘‌লগান’‌ ছবির শটটির সঙ্গে মিল রয়েছে এই শটটির। এই শটটি দেখে নেট দুনিয়ে একেবারে তোলপাড়।