আজকাল ওয়েবডেস্ক: আচ্ছা যদি এমন হত! মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা একই দলের হয়ে খেলছেন আইপিএলে। তাহলে কাকে খেলানো হত, বিক্রিই বা করা হত কাকে, আর বেঞ্চে বসতেন কে? এমনই কাল্পনিক প্রশ্ন করা হয়েছিল দুই আন্তর্জাতিক ক্রিকেটার-মাইকেল ভন ও অ্যাডাম গিলক্রিস্টকে। 

এহেন প্রশ্নের উত্তরে মাইকেল ভন যা বলেছেন, তাতে অনেকেই বিস্মিত হবেন। ভন বলেছেন, ''আমি এমএস ধোনিকে খেলাতাম। অন্য কেউ ওর থেকে যোগ্য বলে আমি মনে করিনা। বিরাট দলে জায়গা পেত না। এমএস-কেই অধিনায়ক করতাম।'' 

ভন ব্যাখ্যা করে জানিয়েছেন, আইপিএল-এ পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁর এমন বাছাই। তিনি বলছেন, ''আরেকটা বিষয় কী যেন? বিক্রি করে দেওয়া? আমি বিরাটকে বিক্রি করে দিতে চাই। কারণ একবারও আইপিএল জেতেনি বিরাট। রোহিত আইপিএল জিতেছে। এমএস কতবার জিতেছে? পাঁচবার! আমি হলে এমএস-কে খেলাতাম, বিরাটকে বিক্রি করে দিতাম আর এমএস-এর বিকল্প রোহিত।''

বিরাটকে নিয়ে ব্যবসা করতেন ভন। কোহলিকে অন্য ফ্র্যাঞ্চাইজিতে বিক্রি করে প্রচুর অর্থ পেতেন বলে উল্লেখ করেছেন ভন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে একমত অ্যাডাম গিলক্রিস্ট।