আজকাল ওয়েবডেস্ক: মেসি গোল করলেন। তবুও ম্যাচ জিতল না ইন্টার মায়ামি। শার্লটের বিরুদ্ধে পিছিয়ে পড়েও আর্জেন্টাইন মহাতারকার গোলে হার এড়াল মেসির দল।
টানা তিন ম্যাচ ড্র করলেও অবশ্য মায়ামির বিশেষ ক্ষতি হল না। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মায়ামি। সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট তালিকাতেও শীর্ষে মেসিরা। মেজর লিগ সকারের প্লে-অফে আগেই জায়গা পাকা করে ফেলেছে ইন্টার মায়ামি।
৫৭ মিনিটে এগিয়ে যায় শার্লট। গোল হজম করার পরে খেলা খোলে মায়ামির। শার্লট গোল করার ঠিক পরের মিনিটেই মেসি গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। তাঁর হেড বাঁচান শার্লটের গোলকিপার। মেসির হেড প্রতিহত করলেও সেই মেসিই সমতা ফেরান ইন্টার মায়ামির হয়ে।
৬৭ মিনিটে মেসি গোল করেন। এবারের মেজর লিগ সকারে ১৫ নম্বর গোল করে ফেললেন মেসি।
এরপরও গোল করার সুযোগ তৈরি করেছিল ইন্টার মায়ামি। ৭৭ মিনিটে বক্সের মধ্যে ইন্টার মায়ামির ফুটবলার দিয়েগো গোমেজকে ফেলে দেওয়া হয়। রেফারি পেনাল্টি দিলেও রিভিউয়ের পরে পালটে যায় সিদ্ধান্ত।
পরে সুয়ারেজ সহজ সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। এই ড্রয়ের ফলে মায়ামির পয়েন্ট ৩১ ম্যাচে ৬৫।
