আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসির GOAT ইন্ডিয়া ট্যুরের শেষ পর্বে নয়াদিল্লি সফরকে ঘিরে কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে আগাম ও কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নিল দিল্লি ট্রাফিক পুলিশ।

শনিবার মেসির কলকাতা সফর ঘিরে যে বিশৃঙ্খলার সমস্যা দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি যাতে রাজধানীতে না ঘটে, সে কারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

সোমবার নয়াদিল্লিতে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মেসির।

সকাল ১১টা থেকেই দর্শক ও সাধারণ মানুষের যাতায়াত শুরু হওয়ার সম্ভাবনা। মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর থাকবে বলে জানানো হয়েছে দিল্লি ট্রাফিকের তরফে।

রবিবার মুম্বাইয়ে বিশ্বকাপ-স্তরের নিরাপত্তার মধ্যে পৌঁছনোর পর, দিল্লিতেই মেসির ভারত সফরের সমাপ্তি ঘটতে চলেছে। রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথাও রয়েছে তাঁর।

বিপুল জনসমাগম এবং কলকাতার ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ এবার আগেভাগেই আরও কঠোর নিরাপত্তা ও চলাচল পরিকল্পনা গ্রহণ করেছে।

জানানো হয়েছে, বাহাদুর শাহ জাফর মার্গ এবং জওহরলাল নেহরু মার্গে বিশেষ ট্রাফিক ডাইভারশন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে।

দরিয়াগঞ্জ থেকে বাহাদুর শাহ জাফর মার্গ এবং গুরু নানক চৌক থেকে আসাফ আলি রোড পর্যন্ত ভারী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ যাত্রীদের জওহরলাল নেহরু মার্গে রাজঘাট থেকে দিল্লি গেট হয়ে কামলা মার্কেট রাউন্ডঅ্যাবাউট পর্যন্ত অংশ, আসাফ আলি রোডে তুর্কমান গেট থেকে দিল্লি গেট পর্যন্ত এবং বাহাদুর শাহ জাফর মার্গে দিল্লি গেট থেকে আইটিও পর্যন্ত অংশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

অরুণ জেটলি স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রেও নির্দিষ্ট গেট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। গেট ১ থেকে ৮-নম্বরে প্রবেশ করতে হবে বাহাদুর শাহ জাফর মার্গের দক্ষিণ দিক দিয়ে, গেট ১০ থেকে ১৫ নম্বরে প্রবেশের জন্য জওহরলাল নেহরু মার্গের আম্বেদকর স্টেডিয়াম বাস টার্মিনালের পাশের রাস্তা ব্যবহার করতে হবে এবং গেট ১৬ থেকে ১৮ নম্বরে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে বাহাদুর শাহ জাফর মার্গের পশ্চিম দিকে।

পার্কিংয়ের ক্ষেত্রেও কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। মাতা সুন্দরী রোড, রাজঘাট পাওয়ার হাউস রোড এবং ভেলোড্রোম রোডে বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

তবে স্টেডিয়ামের আশেপাশে শুধুমাত্র অনুমতি পাওয়া যানবাহনই পার্ক করা যাবে। পার্কিং লেবেলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও চালকের যোগাযোগের তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

এছাড়াও বাহাদুর শাহ জাফর মার্গ, জওহরলাল নেহরু মার্গ এবং রিং রোডে রাজঘাট থেকে আইপি ফ্লাইওভার পর্যন্ত কোনও ধরনের পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

যানজট এড়াতে সাধারণ মানুষকে মেট্রো ও সরকারি বাস ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। কলকাতায় মেসির সফরের সময় ভিড় সামলাতে গিয়ে বিশৃঙ্খলা ও স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

তার পরেই দিল্লিতে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রশাসনের লক্ষ্য, বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকার ভারত সফরের শেষ পর্ব যেন নিরাপদ, সুশৃঙ্খল এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।