আজকাল ওয়েবডেস্ক: প্রথম তিন টেস্টের তিনটেই হেরে গিয়ে ফের অ্যাশেজ হারতে হল ইংল্যান্ডকে। শোচনীয় পরিস্থিতিতে এবার উঠল কোচ বদলের দাবি।

‘দ্য টেলিগ্রাফে’ নিজের কলামে এমনটাই লিখলেন ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার জিওফ্রে বয়কট। যদিও লেখার শুরুতে তিনি ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের প্রাথমিক অবদানের প্রশংসা করেন।

তাঁর মতে, এই জুটি ইংল্যান্ড ক্রিকেটে আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা ফিরিয়ে এনেছিল। তবে বয়কট স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সেই দর্শন এখন পুরনো হয়ে গিয়েছে এবং সেটার কার্যকারিতাও হারিয়েছে।

বয়কটের দাবি, ইংল্যান্ড দলের এই আত্মবিশ্বাস ধীরে ধীরে অহঙ্কারে পরিণত হয়েছে। এমনকী, এর ফলে, শক্তিশালী প্রতিপক্ষের মুখে পড়লেও ইংল্যান্ড নিজেদের কৌশল বদলাতে নারাজ।

তাঁর মতে, এই মানসিকতাই দলের সাম্প্রতিক ব্যর্থতার বড় কারণ। তিনি লিখেছেন, ‘আমাদের ক্রিকেটের জন্য ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস যা করেছেন, তার জন্য অনেক কৃতিত্ব তাঁদের প্রাপ্য।’ কিন্তু এটা স্পষ্ট যে ‘বাজবল’ স্ট্র্যাটেজি তার সময় পার করে ফেলেছে। সাধারণ বুদ্ধির জায়গা নিয়েছে অহঙ্কার। আর সেটা একটানা চলতে দেওয়া যায় না।’

এমনকী, অ্যাশেজে নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন বয়কট। একই পথ ধরে চললে ইংল্যান্ড আরও পিছিয়ে পড়বে বলে সতর্ক করেন তিনি। ফলাফল যখন কথার সঙ্গে মিলছে না, তখন শুধু যুক্তি দেখিয়ে তা রক্ষা না করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি লেখেন, ‘স্টোকস ও ম্যাকালাম এমন একটা গর্ত খুঁড়ে চলেছেন, যার কোনও শেষ নেই, যার কোনও নির্দিষ্ট গন্তব্য নেই।’ তিনি আরও জানান, ‘যদি কোনও কিছু কাজ না করে, তবে সেটা চালিয়ে যাওয়ার মানে নেই। পরের স্তরে পৌঁছতে হলে পরিবর্তন একান্ত জরুরি।’

শুধু তাই নয়, দলের ভারসাম্যের স্বার্থে বেন স্টোকস নিজের আক্রমণাত্মক মানসিকতায় পরিবর্তন আনতে প্রস্তুত কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন ইংলিশ ওপেনার।

বয়কটের মতে, অধিনায়কসহ কেউই জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারেন না। বয়কট লেখেন, ‘স্টোকসকে সরানো সোজা নয়। কিন্তু যদি তিনি বুঝতে না পারেন যে মনোভাব বদলানো দরকার, তাহলে নতুন অধিনায়ক খুঁজতেই হবে।’