আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের পরিবারে নেমে এল বিপর্যয়। রবিবার সকালে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান মনুর দিদা ও মামা।

এদিন সকাল ৯ নাগাদ পথ দুর্ঘটনা হয় মহেন্দ্রগড় বাইপাস রোডে। একটি স্কুটি ও মারুতি সুজুকি ব্রেজার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রাবল্যে মনুর দিদা ও মামা ঘটনাস্থলেই প্রাণ হারান। গাড়ির চালক পলাতক।

জানা গিয়েছে, মনুর দিদা ও মামা স্কুটিতে করে যাচ্ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ অকুস্থলে গিয়ে পৌঁছয়। দু'জনের নিথর দেহ নিয়ে যাওয়া হয় হাসাপাতালে। সেখানে ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশ এর তদন্তে নামবে। 

এমন এক সকাল রাতের চেয়েও অন্ধকার। স্বজন হারানোর যন্ত্রণায় কাতর মনুর পরিবার। দিনকয়েক ধরেই খবরের শিরোনামে মনু ভাকের। রবিবার সম্পূর্ণ অন্য এক কারণে তিনি এবং তাঁর পরিবার খবরে চলে এলেন।  

দিনদুয়েক আগেই অলিম্পিক থেকে জোড়া পদক জয়ী মনু ভাকের খেলরত্ন পুরস্কারে সম্মানিত হন। সেই রেশ মিটতে না মিটতেই আপনজনের মৃত্য়ুর খবর পেলেন অলিম্পিক পদকজয়ী তারকা। শোকস্তব্ধ তাঁর পরিবার। 

প্যারিস অলিম্পিক থেকে মনুর জেতা জোড়া পদকের জীর্ণ দশা। সেই পদক তিনি ফেরত পাঠাবেন বলেই শোনা যাচ্ছে। 

প্যারিসে ১২৪ বছরের পুরনো ইতিহাস ভাঙেন মনু। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিক থেকে জোড়া পদক জিতে নজির গড়েন তিনি। 

ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন প্যারিসে। সেটাই ছিল দেশের প্রথম পদক। পরে সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে জুটিতে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন মনু। সেই চ্যাম্পিয়ন শুটারের পরিবারে যন্ত্রণার এক রবিরার বয়ে আনল বিপর্যয়ের কালো মেঘ।