আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক ও আন্দ্রে রাসেল। তিন ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। বলা ভাল, তিন তারকাকে রিটেন করেনি কেকেআর। কেকেআরের রিটেনশন লিস্টে আছেন রিঙ্কু সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। সূত্রের খবর, রমনদীপ সিংকেও রেখে দিতে পারে কেকেআর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্য সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। প্রসঙ্গত, ৩১ অক্টোবরই রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন। আর আগের দিনই সূত্রের এই খবর।
প্রসঙ্গত, ২০২২ সালে শ্রেয়সকে ১২.২৫ কোটিতে কিনেছিল কলকাতা। রাসেলকে ১২ কোটিতে রিটেন করা হয়েছিল। আর ২৪.৭৫ কোটিতে কেনা হয়েছিল স্টার্ককে।
২০২৪ সালে শ্রেয়সের অধিনায়কত্বেই আইপিএল জিতেছিল কলকাতা। সূত্রের খবর, তিনি এবার অনেক টাকা দাবি করায়, তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআর। আর স্টার্ক গত আইপিএলে শুরুর দিকে ভাল পারফর্ম না করলেও প্লে অফে ও ফাইনালে দুরন্ত পারফর্ম করেন। তবে দীর্ঘদিন কেকেআরে খেলা রাসেলকে না রাখাটা সবচেয়ে বড় সিদ্ধান্ত। দলকে অনেক ম্যাচ জেতালেও শেষ দু’বছর রাসেলকে সেই বিধ্বংসী মেজাজে পাওয়া যায়নি।
তবে মেগা নিলামে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে এই ক্রিকেটারদের কিনে নেওয়ার সুযোগ থাকবে কেকেআরের কাছে। এই সিদ্ধান্তে এটা স্পষ্ট হল যে নিলামে আরও বেশি টাকা নিয়ে ঢুকতে চায় কেকেআর ম্যানেজমেন্ট।
