আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ও রেলওয়ের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটল। রেলওয়েজের বিরুদ্ধে দিল্লি ১৩৩ রানের বিশাল লিডের পর তৃতীয় দিনে যখন দল মাঠে নামে সেই সময়েই তিনজন কোহলি ভক্ত নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মাঠে প্রবেশ করেন এবং বিরাট কোহলির পা ছুঁতে যান। নিরাপত্তারক্ষীরাও এই ঘটনা দেখে দ্রুত হস্তক্ষেপ করেন। প্যারামিলিটারি নামানোর পরেও এই ঘটনায় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠল। এর আগেও ম্যাচের প্রথম দিন এক ভক্ত মাঠে ঢুকে পড়েছিলেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে টেনে বের করেন।

 

১২ বছর পর রঞ্জি ট্রফিতে কোহলির প্রত্যাবর্তন ঘিরে চরম উন্মাদনা তৈরি হয়েছে, যার ফলে নিরাপত্তা ব্যবস্থাকে প্রবল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। ম্যাচ শুরু হওয়ার আগেই স্টেডিয়ামের বাইরে দর্শকদের প্রবেশের সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। প্রবল ধাক্কাধাক্কির কারণে কয়েকজন আহত হন। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে আহতদের চিকিৎসা করা হয়। এক ভক্তের পায়ে ব্যান্ডেজ বাঁধতে হয়, এমনকি এক নিরাপত্তারক্ষীও এই বিশৃঙ্খলায় আহত হন। জানা গিয়েছে, দিল্লির ক্রিকেট সংস্থা প্রথমে স্টেডিয়ামের মাত্র দুটি স্ট্যান্ড খোলার পরিকল্পনা করেছিল, তবে বিপুল চাহিদার কারণে তৃতীয় স্ট্যান্ডও খুলতে হয়।

 

প্রথম ইনিংসে রেলওয়ে পেসার হিমাংশু সাংওয়ানের বলে মাত্র ছ' রানে আউট হয়ে যান কোহলি, তবুও তাঁকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে দেখার আশায় দর্শকদের ভিড় ছিল শনিবার। কিন্তু সেটা আর হল না। এক ইনিংস এবং ১৯ রানে রেলওয়েজকে হারিয়ে দিল দিল্লি। দ্বিতীয় ইনিংসে ১১৪ রানে অল আউট হয়ে যায় রেল। পাঁচ উইকেট নেন শিভম শর্মা। বিসিসিআই ভারতীয় তারকাদের রঞ্জি ম্যাচে খেলা বাধ্যতামূলক করে তুলেছে। কিন্তু কোহলি, রোহিতের মত তারকারা ঘরোয়া ক্রিকেটে খেললে স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা দরকার সেটাই স্পষ্ট করে দিল অরুণ জেটলি স্টেডিয়ামের ঘটনা। কোহলির উপস্থিতি ঘরোয়া ক্রিকেটের প্রতি উত্তেজনা বাড়িয়ে তুললেও এই ধরনের নিরাপত্তার অভাবে ক্ষতি হতে পারে ক্রিকেটার এবং সমর্থকদেরও।