আজকাল ওয়েবডেস্ক:‌ শ্রীলঙ্কা সিরিজে যে তিনি যাচ্ছেন না তা বর্ডার গাভাসকার ট্রফির শেষ ম্যাচের আগেই জানিয়েছিলেন। আর সেটাই সত্যি হল। শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলতে যাচ্ছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।


বৃহস্পতিবারই শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উপমহাদেশের স্পিন সহায়ক উইকেটের কথা ভেবে দলে নেওয়া হয়েছে ম্যাট কুনেম্যান ও টড মারফিকে। এছাড়া নাথান লায়ন তো আছেনই। অর্থাৎ দলে থাকলেন তিন স্বীকৃত স্পিনার। 


বর্ডার গাভাসকার ট্রফিতে প্রথম তিন টেস্ট খেললেও মেলবোর্ন ও সিডনিতে বাদ পড়েছিলেন ন্যাথান ম্যাকসুইনি। তাঁকে আবার দলে ফেরানো হয়েছে। আছেন স্যাম কনস্টাসও। দলে একেবারে নতুন মুখ ২১ বছরের অলরাউন্ডার কুপার কনোলি। 


এদিকে, চোট পাওয়া পেসার জশ হ্যাজলেউডকে শ্রীলঙ্কাগামী দলে নেওয়া হয়নি। ১৬ জনের দলে নেই মিচেল মার্শও। সিডনি টেস্টেও তিনি বাদ পড়েছিলেন। এছাড়া দলে আছেন সিডনিতে টেস্ট অভিষেক হওয়া বিউ ওয়েবস্টার। ২৯ জানুয়ারি গলে শুরু হবে প্রথম টেস্ট। 


দলটা এরকম:‌ স্টিভ স্মিথ (‌অধিনায়ক)‌, ট্রাভিস হেড, শন অ্যাবট, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জশ ইংলিশ, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাট কুনেম্যান, মার্নাস লাবুসেন, নাথান লায়ন, নাথান ম্যাকসুইনি, টড মারফি, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।