আজকাল ওয়েবডেস্ক:‌ ফ্যাব ফোরের জায়গা নিতে প্রস্তুত শুভমন গিল। এমনটাই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মার্ক রামপ্রকাশ। 


প্রথম দুই টেস্টে অধিনায়ক শুভমন যে পরিণতিবোধ দেখিয়েছেন তাতে মুগ্ধ রামপ্রকাশ। বার্মিংহ্যাম টেস্টে ২৬৯ ও ১৬১ করেছিলেন গিল। আর লিডস টেস্টের প্রথম ইনিংসে করেন ১৪৭। গার্ডিয়ান এ নিজের কলামে রামপ্রকাশ লিখেছেন, ‘‌গিল যে পরিণতিবোধ, দক্ষতা, রানের জন্য খিদে দেখাল তা অসাধারণ। নতুন অধিনায়ক হিসেবে একটা উদাহরণ তৈরি করল।’‌ এরপরই রামপ্রকাশ বলেন, ‘‌টেস্টে ফ্যাব ফোরের কথা যদি ধরি তাহলে কোহলি অবসর নিয়েছে। জো রুট, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনেরও অবসরের সময় প্রায় হয়ে এসেছে। এই সময়েই উঠে এল শুভমন। ও যে যোগ্য সে প্রমাণ দিয়েছে। সব ফর্ম্যাটেই নিজের যোগ্যতা প্রমাণ করেছে।’‌ রামপ্রকাশ আরও বলেছেন, ‘‌অধিনায়কত্ব অনেক সময় ক্রিকেটারের ফর্মের উপর প্রভাব ফেলে। কিন্তু গিল দুটো টেস্টে যেভাবে ব্যাট করল তা দেখেই বোঝা যাচ্ছে ও যে অধিনায়ক এটা ব্যাট করার সময় মাথায় রাখছে না।’‌ 


নিজের কলামে রামপ্রকাশ আরও লিখেছেন, ‘‌সিরিজের দুটো টেস্ট হয়ে গিয়েছে। আর গিল ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছে। দ্বিতীয় টেস্টে তো অসাধারণ ছিল। শুধু বড় রান করাই নয়। প্রতিপক্ষকে ক্লান্ত করে দিয়েছে। যার সুবিধা ভারতীয় বোলাররা দ্বিতীয় ইনিংসে নিয়েছে। শুরুতেই তিন উইকেট তুলে ইংল্যান্ডের কোমড় ভেঙে দিয়েছিল।’‌