আজকাল ওয়েবডেস্ক: প্লে অফে ম্যান সিটিকে খেলতে হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা শক্তিশালী বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। এমনিতেই, মরশুমটা খুব একটা ভাল যাচ্ছে না সিটির। এবার প্লে অফের আগে বিস্ফোরক দাবি করে বসলেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। তাঁর মতে, সিটি এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার দৌড়ে নেই। তবে আগামী মাসে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলার সময় দল আরও শক্তিশালী হয়ে উঠবে। উল্লেখ্য, বুধবার ক্লাব ব্রুজের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে সিটি।
এই জয়ের ফলে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছেন হালান্ডরা। কিন্তু তার আগে প্লে অফে তাদের প্রতিপক্ষ হতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ অথবা ফর্মে থাকা শক্তিশালী বায়ার্ন মিউনিখ। যা সিটির কাছে কঠিন চ্যালেঞ্জ। শুধু ইউসিএল নয় ইংলিশ প্রিমিয়ার লিগেও চেনা ফর্মে নেই সিটি। বর্তমানে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে পেপের দল। লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে কোচ গুয়ার্দিওলার আশা, চোটের জন্য ছিটকে যাওয়া গুরুত্বপূর্ণ ফুটবলাররা ফিরলে এবং
নতুন সাইনিং ওমর মারমুশ, আব্দুকোদির খুসানভ ও ভিটর রেইস যোগ দিলে ফর্মে ফিরবে দল। তিনি জানিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদ আবারও দুর্দান্ত ফর্মে ফিরেছে। বায়ার্ন এই মরশুমে অসাধারণ খেলছে এবং ভিনসেন্ট কোম্পানির কোচিংয়ে দারুণ পারফর্ম করছে। যদি আমাদের এই মুহূর্তে খেলতে বলা হয় তাহলে ব্যাপারটা সত্যিই কঠিন হবে। তবে দু’সপ্তাহ পর কী হবে সেটা তো এখনই বলা যাচ্ছে না। আমরা নিজেদের মত প্রস্তুতি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব সেটা যেই প্রতিপক্ষ হোক না কেন’।
