আজকাল ওয়েবডেস্ক:‌ গুজরাটের কাছে হারলেও ৬৫ বলে ১১২ রানের দুরন্ত ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। ৬৫ বলে করেছেন ১১২। ইনিংসে ছিল ১৪ চার ও চারটি ছয়।


এই ইনিংস খেলার ফাঁকে একাধিক রেকর্ড গড়েছেন রাহুল। রবিবার ৩৩ রান করার পর টি২০ ক্রিকেটে ৮ হাজার রান পূরণ করেন রাহুল। ব্যক্তিগত এই মাইলফলক স্পর্শ করার পর বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেন তিনি। টি২০ ক্রিকেটে ২৪৩ ইনিংসে ৮ হাজারি ক্লাবে পৌঁছেছিলেন বিরাট। আর এই মাইলফলকে পৌঁছতে রাহুল নিলেন ২২৪ ইনিংস। তালিকায় শীর্ষে ক্রিস গেইল (‌২১৩ ইনিংস)‌। দ্বিতীয় স্থানে বাবর আজম (‌২১৮ ইনিংস)‌। এরপরেই উঠে এসেছেন রাহুল। ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮ হাজার রানে পৌঁছেছিলেন কোহলি। গত ৬ বছরে সেই রেকর্ড অক্ষত থাকলেও রবিবার রাহুল তা ভেঙে দেন। টি২০ ক্রিকেটে এখন ৮০৭৯ রানের মালিক তিনি। কোহলির চেয়ে ১৯টি কম ইনিংসে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন রাহুল। বিরাট আছেন চারে। মহম্মদ রিজওয়ান পাঁচে। 
গুজরাট ম্যাচে আইপিএলে পঞ্চম শতরান করেছেন রাহুল। আইপিএলে সর্বাধিক শতরান করা ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন রাহুল। ৮টি সেঞ্চুরি করে তালিকার শীর্ষে বিরাট কোহলি। এরপর রয়েছেন ক্রিস গেইল (৭) এবং জস বাটলার (৬)।


আরও একটি রেকর্ড গড়েছেন রাহুল। চলতি আইপিএলে এই প্রথম কোনও ডানহাতি ব্যাটার শতরান করলেন। এই মরশুমে রাহুলের আগে সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষাণ, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী এবং প্রিয়াংশ আর্য। চারজনই বাঁ–হাতি। চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাহুল। আপাতত ১১ ম্যাচে ৪৯৩ রান করেছেন।