আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল লিভারপুল। প্রি–কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে গেল পিএসজি’‌র কাছে। প্রসঙ্গত, গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে নকআউটে উঠেছিল লিভারপুল। আবার নকআউটে প্যারিসে গিয়ে ১–০ জিতে এসেছিল। কিন্তু অ্যানফিল্ডে লিভারপুলের ঘরের মাঠে ৯০ মিনিট শেষে পিএসজি উসমান দেম্বেলের গোলে ১–০ এগিয়েছিল। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে নায়ক হয়ে ওঠেন পিএসজি গোলকিপার দোনারুমা। 


টাইব্রেকারে লিভারপুলের দুই ফুটবলার ডারউইন নুনেজ ও কার্টিস জোনসের শট আটকে দেন দোনারুমা। অন্য দিকে নিজেদের প্রথম চারটি শটেই গোল করে প্যারিসের ক্লাব। ভিটিনহা, গনসালো র‌্যামোস, দেম্বেলে ও ডিজায়ার ডোউই বল জালে জড়ান। ফলে ৪–১ গোলে টাইব্রেকার জিতে কোয়ার্টারে ওঠে পিএসজি। 
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান।


বার্সেলোনা দুই পর্ব মিলিয়ে বেনফিকাকে ৪-১ গোলে হারিয়েছে। প্রথম পর্বে ১–০ জিতেছিল বার্সা। দ্বিতীয় লেগে ৩–১ গোলে জেতে তারা। জোড়া গোল রাফিনহার। একটি গোল লামিনে ইয়ামালের।


বায়ার্ন মিউনিখ দুই লেগ মিলিয়ে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে বেয়ার লেভারকুসেনকে। প্রথম পর্বে ৩–০ গোলে জেতার পর দ্বিতীয় পর্বে ২–০ গোলে জেতে বায়ার্ন। গোল পান হ্যারি কেন। ফেয়েনুর্ডকে দুই পর্ব মিলিয়ে ৪–১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ইন্টার মিলানও।